শিরোনাম
◈ হালান্ডের কীর্তির দিনে ও‌য়েস্ট হ‌্যা‌মের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির জয় ◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৭ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ সবচেয়ে জনপ্রিয় প্রার্থী’

মো. ইউসুফ আলী বাচ্চুঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী বলেছেন, ঢাকা-১৭ আসনের মানুষ এখনো হুসেইন মুহম্মদ এরশাদ এর উন্নয়ন মনে রেখেছে। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। বলেন পানির সমস্যা দূর করতে ১৪টি গভীর নলকূপ স্থাপন করেছিলেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ এবং কম্পিউটার ল্যাব স্থাপন করেছিলেন। নতুন ঈদগাহ ও মন্দির নির্মাণ করেছেন। বাজার ও রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। ঢাকা-১৭ আসনের মানুষের কাছে হুসেইন মুহম্মদ এরশাদ এখনো তুমুল জনপ্রিয়। তাই ৩০ ডিসেম্বর সবাই লাঙল মার্কায় ভোট দিয়ে আবারো হুসেইন মুহম্মদ এরশাদ কে জয়ী করবেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-১৭ আসনের শাহাজাদপুর, নতুন বাজার ও বারিধারা এলাকায় হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসএম ফয়সল চিশতী একথা বলেন।

এসময় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নাঈম, শফিউল্লাহ শফি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শারমিন পারভিন লিজা, কাজী আবুল খায়ের, গুলশান থানা জাতীয় পার্টির সভাপতি আবদুল আজিজ খান, সাধারন সম্পাদ আবদুস সাত্তার, বনানী থানা জাতীয় পার্টির সাধারন সম্পাদ মোঃ মামুনুর রহমান, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, হাসনা হেনা, রুনা পারভিন, নিগার সুলতানা, কেয়া মাসুদ, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়