শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব দলের ইশতেহারে সুন্দর সুন্দর প্রতিশ্রুতি থাকে : মোহন রায়হান

খায়রুল আলম : কবি মোহন রায়হান বলেছেন, সব দলের ইশতেহারে সুন্দর সুন্দর প্রতিশ্রুতি থাকে। তবে এ প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নই হচ্ছে বড় কথা।

এ প্রতিবেদকের সাথে আলাপের সময় তিনি বলেন, শুধু ইশতেহারে লিপিবদ্ধ থাকলেই হবে না। বাস্তবায়ন করে দেখাতে হবে। আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছে, সেটি যদি বাস্তবায়ন করে তাহলে ভালো কথা। এটি দেশের জন্য, জনগণের জন্য কল্যাণকর হবে।  তবে গ্রামকে শহরের মতো করার কথা বলতে গেলে বলা যায়, গ্রাম, গ্রামেই থাকা ভালো। গ্রামের ঐতিহ্য, গ্রামের সংস্কৃতি একটি জাতির সভ্যতার অংশ বা ঐতিহ্য। তবে গ্রাম উন্নত হওয়া দরকার, গ্রাম সমৃদ্ধ হওয়া দরকার। গ্রাম শহর হবে এটি আমি চাই না। গ্রাম হবে সমৃদ্ধশালী, আলোকিত। সব মিলিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। কে কেমন ইশতেহার দিলো তা বড় কথা নয়।

আমাদের দেশে কেমন উন্নয়ন হলো, সেটি বড় কথা। আমরা যেহেতু যুদ্ধের মাধ্যমে একটি দেশ পেয়েছি। সে দেশটিকে নিজেদের মতো করে সাজাবো, এটিই আমাদের অঙ্গীকার হওয়া প্রয়োজন। এক দল মন ভোলানো ইশতেহার দিয়েছে, অন্য দল দেয়নি। এটি নিয়ে ভাবার কোনো কারণ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়