খায়রুল আলম : কবি মোহন রায়হান বলেছেন, সব দলের ইশতেহারে সুন্দর সুন্দর প্রতিশ্রুতি থাকে। তবে এ প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নই হচ্ছে বড় কথা।
এ প্রতিবেদকের সাথে আলাপের সময় তিনি বলেন, শুধু ইশতেহারে লিপিবদ্ধ থাকলেই হবে না। বাস্তবায়ন করে দেখাতে হবে। আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছে, সেটি যদি বাস্তবায়ন করে তাহলে ভালো কথা। এটি দেশের জন্য, জনগণের জন্য কল্যাণকর হবে। তবে গ্রামকে শহরের মতো করার কথা বলতে গেলে বলা যায়, গ্রাম, গ্রামেই থাকা ভালো। গ্রামের ঐতিহ্য, গ্রামের সংস্কৃতি একটি জাতির সভ্যতার অংশ বা ঐতিহ্য। তবে গ্রাম উন্নত হওয়া দরকার, গ্রাম সমৃদ্ধ হওয়া দরকার। গ্রাম শহর হবে এটি আমি চাই না। গ্রাম হবে সমৃদ্ধশালী, আলোকিত। সব মিলিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। কে কেমন ইশতেহার দিলো তা বড় কথা নয়।
আমাদের দেশে কেমন উন্নয়ন হলো, সেটি বড় কথা। আমরা যেহেতু যুদ্ধের মাধ্যমে একটি দেশ পেয়েছি। সে দেশটিকে নিজেদের মতো করে সাজাবো, এটিই আমাদের অঙ্গীকার হওয়া প্রয়োজন। এক দল মন ভোলানো ইশতেহার দিয়েছে, অন্য দল দেয়নি। এটি নিয়ে ভাবার কোনো কারণ নেই।