শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫১ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভিশন ২০৩০’ এর আলোকে বিএনপির নির্বাচনী ইশতেহার

সাজিয়া আক্তার : ‘ভিশন ২০৩০’ এর আলোকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রকাশ করছে বিএনপি। এতে ১৯টি অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করে বিএনপি। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে দলের পক্ষে ইশতেহার ঘোষণা করেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র : ডিবিসি টেলিভিশন

ইশতেহারে প্রকাশ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। এছাড়াও ক্ষমতায় এসে সরকার গঠন করলে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারের অঙ্গীকার করে দলটি।

এবারের ইশতেহারে তরুণ প্রজন্মের ভোটাদের টানতে তাদের বিভিন্ন চাহিদাকে গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে তরুণদের সাম্প্রতিককালের দাবি- কোটা সংস্কার, ভ্যাটমুক্ত শিক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়গুলোতে প্রাধান্য দেয়া হয়েছে।

বিএনপির ইশতেহারে গুরুত্বারোপ করা ১৯ দফার অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থনীতি, মুক্তিযোদ্ধা, যুব নারী ও শিশু, শিক্ষা ও কর্মসংস্থান, জ্বালানি, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া ও সংস্কৃতি, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ, কৃষি ও শিল্প, স্বাস্থ্য ও চিকিৎসা, প্রতিরক্ষা ও পুলিশ, আবাসন, পেনশন ফান্ড ও রেশনিং ফান্ড প্রতিষ্ঠা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়