সাইদুর রহমান: চলতি বছরে ১৯০ টি দেশের ঋণ নিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)- এর ‘গ্লোবাল ডেবট ডাটাবেজ’ নামে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০ টি দেশের মোট ঋণের পরিমাণ ১৮৪ ট্রিলিয়ন ডলার। ঋণের দিক থেকে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ ১৯.৭ ট্রিলিয়ন ডলার। আরব দেশগুলোর ঋণের পরিমাণ ১.৮৬ ট্রিলিয়ন ডলার( বা ৭ ট্রিলিয়ন রিয়াল)। এছাড়া বিশ্বে বর্তমানে প্রতিজন মানুষের কাঁধে ৮৬ হাজার ডলারেরও বেশি ঋণ রয়েছে।
আইএমএফ-এর প্রতিবেদন আরো বলা হয়েছে, বিশ্বে গড়ে প্রতিজন মানুষের যে ঋণ তা গড় মাথাপিছু আয়ের আড়াই গুণেরও বেশি। বিশ্বজুড়ে ২০১৭ সালে যে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তার শতকরা ২২৫ ভাগের সমান এ অর্থ। প্রতিবেদনটিতে আরো বলা হয়, সবচেয়ে বেশি ঋণগ্রস্থ দেশগুলোর মধ্যে উন্নত রাষ্ট্রগুলোই বেশি। যুক্তরাষ্ট্র, চীন ও জাপান প্রথম সাড়িতে রয়েছে। বিশ্বজুড়ে মোট যে পরিমাণ ঋণ রয়েছে তার অর্ধেকেরও বেশি এই তিনটি দেশের কাছে পাওনা রয়েছে। তাই বলা যায়, দেশ যত উন্নত, ততই বেশি ঋণগ্রস্থ। সূত্র: ডন, স্পুটনিক