শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভালো একটি নির্বাচন প্রত্যাশা করে

সালেহ্ বিপ্লব : বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার মার্কিন সরকারের এ মনোভাবের কথা জানিয়েছেন।

বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসার পর প্রধানমন্ত্রীর সাথে এটিই মিলারের প্রথম সাক্ষাত। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের পর্যবেক্ষণের জন্য তার দেশ ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে। মার্কিন দূতাবাসের ১১টি দল নির্বাচন পর্যবেক্ষণ করবে।

প্রধানমন্ত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের দীর্ঘ লড়াই-সংগ্রামের কথা মার্কিন রাষ্ট্রদূতকে জানান। ২০০১ সালের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগই একমাত্র দল, যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। ২০১৪ সালের নির্বাচনের আগে বিরোধী দলকে নির্বাচনকালীন সরকারে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ারও প্রস্তাব করেছিলো আওয়ামী লীগ। কিন্তু সে প্রস্তাবে সাড়া না দিয়ে তারা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও খুনখারাবি করেছে, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিরোধী দলের নির্বাচনী প্রচারে বাধা দেয়ার অভিযোগ নাকচ করে দেন শেখ হাসিনা। রাষ্ট্রদূতকে তিনি জানান, নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমি আমার দলের নেতাকর্মীদের ধৈর্য ধরতে বলেছি।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে নেয়ার পরিবেশ মিয়ানমারকেই সৃষ্টি করতে হবে। এব্যাপারে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার জানান, জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় শেখ হাসিনা শিক্ষাখাতের উন্নয়নে তার সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণের কথাও উল্লেখ করেন তিনি। বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট আবার চালু করতে রাষ্ট্রদূতের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে জিডিপি’র হার ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, সামরিক সচিব মিয়া মো. জয়নাল আবেদীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়