শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে মহান বিজয় দিবস উদযাপন

জামাল হোসেন খোকন: চুয়াডাঙ্গা জীবননগরে যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয়েছে মহান বিজয় দিবসের ৪৭ বছর। দিবসটি উপলক্ষে রোববার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তলন করেন উপজেলা আ.লীগের সভাপতি গোলাম মোর্তুজা ও পৌর আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল।

উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুলিশ, বিএনসিসি, আনসার ভিডিবির সদস্যরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন।

জীবননগর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। শনিবার সকাল সোয়া ১০ টায় মাধবখালী সীমান্তে শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন।

বেলা ১১টায় মুক্তিযুদ্ধের সংবর্ধনা ও আলোচনা সভা,বাদ যোহর জাতির শান্তি, অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন,দুপুর আড়াইটায় ক্রীড়া প্রতিযোগিতা, তিন টায় প্রতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় ছয়টায় মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়