শিরোনাম
◈ ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ ◈ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস ◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি!

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০১:২৬ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন কিশোর নিহত

শাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৈকত, মিলন ও শুভ নামে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সাড়ে ১২টায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলী ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তিন কিশোরই মোটরসাইকেল আরোহী ছিল। তাদের মধ্যে সৈকত এসএসসি পরীক্ষার্থী ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, একই মোটরসাইকেলে করে সৈকত, মিলন ও শুভ কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। দুপুরে সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলী ব্রিজ এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সৈকত ও মিলন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় শুভকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

নিহত তিন কিশোরের মধ্যে সৈকত সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে, মিলন পাঠানকান্দি গ্রামের আবুবাক্কার মিয়ার ছেলে ও শুভ ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়