শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্টকে দেখে আমেরিকাকে চিনুন: ইরানের সর্বোচ্চ নেতা

রাশিদ রিয়াজ : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকার আসল চেহারার সঙ্গে পরিচিত হতে চাইলে সেদেশের প্রেসিডেন্ট ও রাজনীতিবিদদের দিকে তাকাতে হবে। তিনি বুধবার তেহরানে শহীদ পরিবারের সদস্যদের এক সমাবেশে এ কথা বলেছেন।

সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন রাজনীতিবিদদের দিকে তাকান। তাদের অর্থ-পূজা, অন্যের অধিকার হরণ এবং মানুষের জান-মালকে গুরুত্ব না দেয়ার মতো ঘটনাগুলো বিবেচনায় নিন। এ ক্ষেত্রে ইয়েমেন একটি উদাহরণ। ইয়েমেনে সৌদি আরব অপরাধ করছে, কিন্তু অপরাধে আমেরিকার হাত রয়েছে। আমেরিকা নিজেও তা স্বীকার করছে। ইয়েমেনে হাসপাতাল এবং বাজারসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানো হচ্ছে। এরাই হলো অপরাধী। এটাই হলো আমেরিকার আসল চেহারা।

ইরান-বিরোধী মার্কিন তৎপরতা সম্পর্কে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইরানের বিরুদ্ধে গত দুই বছরের নানা মার্কিন পদক্ষেপ বিশেষকরে সর্বাত্মক নিষেধাজ্ঞা এবং ইরানের শত্রুদের প্রতি তাদের সমর্থনের মধ্যদিয়ে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। তিনি বলেন, তারা নিষেধাজ্ঞা আরোপ ও অনিরাপত্তা সৃষ্টির বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ইরানে বিভেদ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন পক্ষের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে চেয়েছিল। জনগণকে রাস্তায় নামাতে চেয়েছিল। তারা এর নাম দিয়েছিল 'হট সামার'।

ইরানের ইসলামি বিপ্লব ৪০ বছর পূর্ণ করতে পারবে না বলে মার্কিন কর্মকর্তারা যেসব বক্তব্য দিয়েছেন সেগুলোর সমালোচনা করে তিনি বলেন, ইরানি জাতি পরিপূর্ণ দৃঢ়তার সঙ্গে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে এবং আগামী ১১ ফেব্রুয়ারি সাড়ম্বরে ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তির অনুষ্ঠান করবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এই অনুষ্ঠান হবে বেশি জাকজমকপূর্ণ।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র সম্পর্কে বলেন, ইরানের মোকাবেলায় শত্রুরা এখন পর্যন্ত কিছুই করতে পারে নি এবং ভবিষ্যতেও কিছু করতে পারবে না। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়