সোমনাথ সেনগুপ্ত : মানুষ মরণশীল। সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। পৃথিবীর সকল গৌরব, অহংকার, অহমিকা, সম্পদ, বংশ মর্যাদা মৃত্যুর সাথে সাথে মাটির সাথে মিশে যাবে। তাই আসুন আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে যে কয়টা দিন বাঁচবো সকলে মিলেমিশে বসবাস করি। কেউ জানে না কার, কোথায়, কীভাবে মৃত্যু হবে। মানুষের মৃত্যুর স্থান ও সময় জানেন শুধু ঈশ্বর। মৃত্যুকে নিয়ে মানুষ অনেক ভেবেছে; কিন্তু কেউই এ থেকে রেহাই পায়নি। মৃত্যুকে ঠেকানো সম্ভব নয়। অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই কে বা কার জন্য শ্রম দিচ্ছি তা না ভেবে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত।
আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় : দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০ শতাংশ অব্যবহৃতই থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০ শতাংশ গতির কোনো দরকারই হয় না। প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০ শতাংশ অংশে কেউ বসবাস করে না। কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনোদিনই পরা হয়ে ওঠে না। সারাজীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০ শতাংশ আসলে অপরের জন্যই। তাই বাকি ৩০ শতাংশের সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়। তাই ... এক. অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন। দুই. অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। তিন. মানুষকে ক্ষমা করে দিন। চার. রাগ পুষে রাখবেন না। পাঁচ. পিপাসার্ত না হলেও নিয়মিত জল পান করুন। ছয়. গুরুতর সমস্যা না হলে ছেড়ে দিন, যেতে দিন। সাত. সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছেড়ে দিতে হয়, ছাড় দিতে হয়। আট. ক্ষমতাধর হলেও বিনয়ী হোন। নয়. ধনী না হলেও তৃপ্ত থাকুন। দশ. মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন। আমার বন্ধুরা কি বলেন ? ফেসবুক থেকে