স্পোর্টস ডেস্ক : ওমেন্স চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ নারী দলকে (লাল) হারালো অনূর্ধ্ব-১৫ ছেলে দল। বিকেএসপিতে নিগার সুলতানা জ্যোতিদের তারা ৮৭ রানে হারিয়েছে।
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ১৮১ রান তোলে অনূর্ধ্ব-১৫ ছেলে দল। জবাবে ব্যাট করতে নেমে ৯৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ নারী লাল দল।
আগে ব্যাট করতে নামা অনূর্ধ্ব-১৫ ছেলে দলের হয়ে দারুণ ব্যাটিং করেছেন বায়জিদ ও আলিফ। তবে দুজনেই ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ৬৩ বলে ৪৬ রান করে ফেরেন বায়েজিদ। আলিফের ব্যাট থেকে আসে ৮১ বলে ৪৫ রানের ইনিংস। এছাড়াও ৬৫ বলে ২০ রান করেছেন ফাহিম।
বাংলাদেশ নারী লাল দলের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শানজিদা ও সুমনা।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ নারী লাল দল। সুলতানা ৫৪ বলে ২০ ও তানজিম ৪১ বলে ১৬ রান করে ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। জ্যোতি ফিরেছেন ডাক মেরে। সুমাইয়াও পারেননি তেমন কিছু করতে। ৪০ বলে ১৫ রান করে ফেরেন তিনি।
অনূর্ধ্ব-১৫ ছেলেদের হয়ে ৮ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন আদিব। দুটি করে উইকেট নিয়েছেন আফ্রিদি ও জাহিন।