শিরোনাম
◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’ ◈ আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার ◈ নতুন অভিবাসন নীতিছ আমেরিকা-বিরোধী মানসিকতা প্রমাণ হলে ভিসা বাতিল ◈ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ ◈ পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ ◈ চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি ◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান ◈ সেপ্টেম্বরের মধ্যেই সব জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৯:৪৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ আকাশে ‘অটোপাইলট প্রেমকাহিনি’! পাইলট-বিমানসেবিকার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ফাঁস দিলেন কেবিন ক্রু

আন্তর্জাতিক ডেস্ক: মাঝআকাশে বিমানের ককপিট নাকি পরিণত হয় রোমান্সের গোপন আস্তানায়! ৩৫ হাজার ফুট ওপরে, যখন বিমান চলে অটোপাইলটে—তখন কিছু পাইলট ও বিমানসেবিকা ককপিটেই হয়ে ওঠেন ঘনিষ্ঠ। সম্প্রতি এক বিদেশি বিমান সংস্থার কেবিন ক্রু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই ‘অভ্যন্তরীণ গোপন তথ্য’ ফাঁস করেছেন।  

‘সিয়েরা মিস্ট’ নামের একটি একাউন্ট থেকে ওই কেবিন ক্রু দাবি করেন, বিদেশি এয়ারলাইনসগুলোর দীর্ঘ দূরত্বের ফ্লাইটে প্রায়ই পাইলট ও বিমানসেবিকার প্রেমালাপ গড়ে ওঠে। এমনকি ককপিটে নাকি গড়ে তোলা হয় কুখ্যাত ‘হাই মাইল ক্লাব’।  

অভিযোগ অনুযায়ী, সাধারণত দীর্ঘ ফ্লাইটে যখন একজন পাইলট ককপিট থেকে বের হন বা বিশ্রামে থাকেন, তখন অপর একজন বিমানসেবিকাকে ককপিটে ডাকার নিয়ম রয়েছে। সেই নিয়মের সুযোগ নিয়েই কিছু ক্ষেত্রে অবৈধ অন্তরঙ্গতা ঘটে। সিয়েরা মিস্ট আরও দাবি করেন, এ ধরনের ঘটনা অনেক সময় আগেই পরিকল্পনা করে রাখা হয়।  

তবে শুধু ককপিট নয়, ক্রু রেস্ট ডেককেও এই ধরনের গোপন কর্মকাণ্ডে ব্যবহার করা হয়। ক্রু রেস্ট ডেক হলো দীর্ঘ ভ্রমণে কেবলমাত্র কেবিন ক্রুদের জন্য সংরক্ষিত একটি বিশ্রামকক্ষ, যেখানে যাত্রীদের প্রবেশাধিকার নেই।  

যদিও বিমানসেবিকার এই দাবি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে অনলাইনে। অনেকেই মনে করেন, এসব ঘটনা সত্যি এবং প্রায়ই ঘটে; তবে আরেক পক্ষের মতে, পুরো বিষয়টি নিছকই মনগড়া কাহিনি।  

এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক এয়ারলাইনস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। তবে সামাজিক মাধ্যমে কেবিন ক্রুর এই দাবি প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।   সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়