শিরোনাম
◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’ ◈ আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার ◈ নতুন অভিবাসন নীতিছ আমেরিকা-বিরোধী মানসিকতা প্রমাণ হলে ভিসা বাতিল ◈ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ ◈ পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ ◈ চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি ◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান ◈ সেপ্টেম্বরের মধ্যেই সব জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগের ডাম্পিং করায় মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। গত কয়েকদিন পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামে পাকা সড়কে ধসের পাশাপাশি একই ইউনিয়নের টিলারচর গ্রামে দেখা দেয় নদী ভাঙন। খবর পেয়ে ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন ও স্থানীয় মানুষের সার্বিক খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ও ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।

বুধবার (১৯ আগস্ট) ভাঙন প্রতিরোধে আপদকালীন প্রকল্পের আওতায় সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের পাকা এইচবিবি সড়ক রক্ষায় ডাম্পিং কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, গত কয়েকদিন স্রোতের তোরে হাজীডাঙ্গী সড়কের ধসে পড়া স্থানে জিওব্যাগ ফেলা হচ্ছে। ভাঙন রোধে ডাম্পিং কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে নদী পাড়ের বসতি সুফিয়া বেগম (৬৭) ও নুরজাহান(৫২) বলেন, গত কয়েক রাত নদী ভাঙনের ভয়ে তারা ঘুমাতে পারে নাই। এখন তারা শান্তিতে বসবাস করতে পারবে।

ভাঙন প্রতিরোধের ডাম্পিংয়ের বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, “হাজীডাঙ্গী গ্রামের ধসে যাওয়া পাকা সড়কে আপদকালীন ভাঙন রোধে জিও ব্যাগের ডাম্পিং কাজ চলমান রয়েছে। প্রথম পর্যায়ে ওই এলাকার সড়ক রক্ষায় ৪৫ মিটার জায়গায় জিওব্যাগ ফেলা হবে। এছাড়া টিলারচর গ্রামের অংশটা পানির নিচে থাকায় কাজ করা সম্ভব হচ্ছেনা। পানি কমে নদীর পাড় জাগলে ওইখানে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভাঙন রোধে চরভদ্রাসন উপজেলার কয়েকটি পয়েন্ট মিলে ৩.১৫ কি:মি : যায়গায় স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রয়েছে বলেও জানান পাউবোর এই নির্বাহী প্রকৌশলী”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়