Skip to main content

রাজধানীতে বাস চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

সুজন কৈরী : রাজধানীর গুলশানে বাসচাপায় ইসরাত জাহান স্নেহা (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও ভাই। শনিবার রাত পৌনে ৭টার দিকে গুলশানের বাশতলা কনফিডেন্স টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইসরাত বনশ্রীতে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম শাহাজাহান মিয়া। পরিবারের সঙ্গে বনশ্রী এলাকায় থাকতো। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শাহজাহান মেয়ে ইসরাত ও ছেলে সাহেদকে নিয়ে মোটরসাইকেলে করে তাদের গ্রামের বাড়ি গাজিপুর যাচ্ছিলেন। কনফিডেন্স টাওয়ারের সামনে পৌঁছলে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এ সময় ওই বাস চাপায় ঘটনাস্থলেই ইসরাতের মৃত্যু হয়। আহত হন বাবা-ছেলে। তবে তারা ভাল আছেন। ওসি জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দসহ এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।