শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৯ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পৌঁছে গেছে ৮০ ভাগ পাঠ্যপুস্তক

মাহফুজ নান্টু: নতুন বছরে নতুন মলাটে নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়ে শিক্ষাবর্ষ শুরু করবে শিক্ষার্থীরা। গত কয়েক বছর ধরে এমন আয়োজনে ব্যস্ত থাকছে সংশ্লিষ্টরা। নতুন বছরের নতুন দিনে নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার মাধ্যমে বছরের প্রথম দিনে বই উৎসবে মাতোয়ারা হচ্ছে শিক্ষার্থীরা। এ বছরও প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা যেন নতুন পাঠ্যপুস্তকে নতুন বছরকে স্বাগত জানাতে সে লক্ষ্য বই সরবরাহ চলছে উপজেলা শিক্ষা অফিসে। এ বছর ডিসেম্বর মাসের শুরুতে কুমিল্লা জেলায় আশি ভাগ পাঠ্যপুস্তক পৌঁছে গেছে। নতুন বছরের আগেই বাকি কুড়ি ভাগ পাঠ্যপুস্তক পৌঁছে যাবে। আর নতুন বছরে বই উৎসব করতে প্রস্তুতি প্রায় সম্পন্ন জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা জেলায় মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণির ১ লাখ ৪০ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর জন্য ২০ লাখ ৭১ হাজার ৮৫ টি, সপ্তম শ্রেণির ১ লাখ ২৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থীর জন্য ১৮ লাখ ৪ হাজার ৩৬৭টি বই, অষ্টম শ্রেণির ১লাখ ২৪ হাজার ৮৯০ জন শিক্ষার্থীর জন্য ১৭ লাখ ৪৮ হাজার ৫৪৫ টি বই ও নবম শ্রেণির ১ লাখ ১৩ হাজার ৩৯৫ জন শিক্ষার্থীর জন্য ১৮ লাখ ২৫ হাজার ৩৫০ পিস বই বরাদ্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
এছাড়াও এসএসসি ভোকেশনাল (দাখিল) এর ৫ হাজার ৪৫৪ জন শিক্ষার্থীর জন্য ২৬ হাজার ৭শ ৮৬ পিস বই,এসএসসি ভোকেশনাল এর ৫ হাজার ৫শ’ জন শিক্ষার্থীর জন্য ৭১ হাজার ৮৯৫ পিস বই বরাদ্দ করা হয়েছে।

কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আবদুল মজিদ জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে জেলায় আশি ভাগ নতুন বই পৌঁছে গেছে। ষষ্ঠ ও নবম শ্রেণির যে কুড়ি ভাগ বই এখনো বাকি রয়েছে তা আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাবে। আশা করি অন্য কোন সমস্যা না থাকলে এ বছরও শিক্ষার্থীরা নতুন বইয়ের মাধ্যমে শিক্ষা জীবনের আরেকটি নতুন বছর শুরু করতে পারবে। আর এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস বদ্ধপরিকর।

কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত জেলায় ৮ লাখ ৮০ হাজার ৫৩ জন শিক্ষার্থীর জন্য ৩৮ লাখ ৩৯ হাজার ৭১৫ টি বই বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার জন্য কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়