শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলার সেজে বাংলাদেশে ঢুকে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক : আজ সকালে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব-১ এর অধিনায়ক মোঃ সারওয়ার বিন কাশেম জানান, ‘বাংলাদেশে ফুটবল খেলার নাম করে খেলোয়াড় পরিচয় দিয়ে দেশে প্রবেশ করে তারা শুরু করতো প্রতারণামূলক কর্মকা-। অনেক সময় তারা ব্যবসায়ী সেজেও দেশে প্রবেশ করতো। এরপর তারা ১০/১২ জনের একটি চক্র গড়ে অর্থবান ব্যক্তিদের টার্গেট করে তাদের সঙ্গে সখ্যতা করে প্রতারণা করতো। কখনও কখনও তারা এদেশীয় সহযোগীদের নিয়েও এসব কর্মকা- করতো। তাদেরই আন্তর্জাতিক চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছি আমরা’। গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করে র‌্যাব-১।

গ্রেফতারকৃতরা হলেন- উগান্ডার মুকি মাইকেল (৩৮), পেট্রিক এমবাজারিয়া (৩২), তানজানিয়ার ক্যাটেরুয়া এমলাভস, সারমেন্টো রেবেকা, নাইজেরিয়ার ইজিকুকওয়া (৩২), ওনকুওরা চুকুনোস (২২), অলুবোওয়াল (২৭), প্রমিস ওনিইনিচেকউকওয়া ইকবোয়াকাবা (২৯), নেইগোনু আমাদি (২৮) ডোনেটস (৩৪), ক্রিস্টিওয়া এনওয়ালুদু (৩৪), ক্যামেরুনের দিদি ন্যায়া (৪৬), কংগোর ইলুংগা ক্রিটিয়ান এবং লাইবেরিয়ার জিওর্যাগ ম্যাথিউ (৩৮)।

তাদেরকে আটকের সময় ২৯টি মোবাইল, ২টি ল্যাপটপ, নগদ ১ লাখ ৫৮৫ টাকা ও ১ হাজার ১৩ ডলার জব্দ করা হয়। এসময় তাদের কারও কাছে বৈধ কোনো ভিসা ছিলনা। তাদেরকে আটকের সময় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ব্যক্তির নাম ও তাদের ব্যাংক এ্যাকাউন্ট নাম্বার পাওয়া যায়।

র‌্যাব-১ এর অধিনায়ক সারোয়ার বিন কাশেম বলেন, এই চক্রের সদস্যরা উগান্ডার মার্ক নামে একজনের সহযোগিতায় এদেশে প্রবেশ করে। তারপর তারা ১০/১২ জনের বিভিন্ন গ্রুপ গড়ে সেসব গ্রুপে বিভক্ত হয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছে। তারা ফেসবুকে বিভিন্ন ভুয়া নামে অ্যাকাউন্ট খুলে বিদেশী বড় বড় সংস্থার পরিচয় দিয়ে দেখা করতো। পরে ফাঁদে ফেলে টাকা আদায় করতো। তাদের কেউ কেউ আবার আফগানিস্তানের যুদ্ধরত নারী ও পুরুষের পরিচয় কিংবা জাতিসংঘের কর্মকর্তা পরিচয় দিয়ে এদেশের বড় বড় ব্যবসায়ীদের নানা সুযোগ সুবিধা দেয়ার কথা বলে তাদের কাছ থেকে উল্টো অর্থনৈতিক সুযোগ সুবিধা নিত বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই চক্রের সদস্যরা বাংলাদেশের উচ্চবৃত্ত মানুষদের টার্গেট করে ফোন দিত। তারপর তাদের সঙ্গে একসময় সখ্যতা গড়ে তোলে তাদেরকে ফোন দিয়ে বলতো তার জন্য একটা বিশেষ উপহার পাঠানো হয়েছে তার বন্ধুকে দিয়ে। এরপর তার ওই বন্ধু টার্গেটকৃত ব্যক্তিকে বিদেশে অবস্থানরত বন্ধুর পরিচয় দিয়ে জানাতো তার জন্য বিদেশ থেকে পাঠানো উপহার সামগ্রী কাস্টমসে আটক আছে, যা ছাড়ানোর জন্য কিছু অর্থের প্রয়োজন। এরপর টার্গেটকৃত ব্যক্তি একথা শুনে তাদের কাছে অর্থ পাঠালে তারা সেটি নিয়ে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিতো। এভাবেই দীর্ঘদিন ধরে তারা প্রতারণা করে আসছিল বলে জানান র‌্যাব-১ এর ল কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়