শিরোনাম

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০২:৫৪ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাসদ মনোনীত প্রার্থীরা

রফিক আহমেদ : বাম গণতান্ত্রিক জোট ও বাসদ থেকে প্রকৌশীল শম্পা বসুসহ অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বাম গণতান্ত্রিক জোট ও বাসদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসদের বার্তা প্রেরক মাঈন উদ্দিন চৌধুরী এ কথা জানান।

মাঈন উদ্দিন চৌধুরী জানান, রাজধানীর সেগুনবাগিচাস্থ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ সারাদেশে প্রার্থীরা মঙ্গলবার মনোয়ন পত্র জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসদের মনোনয়ন বোর্ডের সদস্য সচিব কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি নারী নেত্রী রওশন আরা রুশো, বাসদ ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, নারী নেত্রী নূরজাহান ঝর্ণা, শ্রমিক নেতা মো. রুবেল মিয়া, আনোয়ার হোসেন বাবু ও আকিদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি আরও জানান, কুড়িগ্রাম-৩ আসনে সাঈদ আখতার আমিন, কুড়িগ্রাম-২ আসনে মোনাব্বর হোসেন মিন্টু, গাইবান্ধা-৩ আসনে সাদেকুল ইসলাম গোলাপ, নোয়াখালী-৫ আসনে সিরাজ উল্লাহ, চাঁদপুর-৩ আসনে শাহজাহান তালুকদার, চাঁদপুর-৪ আসনে প্রকৌশলী আনিসুজ্জামান ভূইঞা, চট্টগ্রাম-১০ আসনে মহিন উদ্দিনসহ অন্যান্য প্রার্থীরা সারাদেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়