শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২৪, ১১:৫০ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৪, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির দাবি, লোকসভা নির্বাচনে তৃণমূল ১৫ ও কংগ্রেস ৫০ আসনও পাবে না  

সাজ্জাদুল ইসলাম: [২] ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে। গত শুক্রবার কৃষ্ণনগরে এক নির্বাচনী প্রচারণা সমাবেশে বক্তৃতার সময় তৃণমূল ও কংগ্রেসকে নিয়ে এমন মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র: ইকনোমিক্স টাইমস

[৩] তৃণমূল ও কংগ্রেসের আমলে দুর্নীতি হয়েছে অভিযোগ করে তিনি বলেন, তৃণমূল যাই করুক না কেন তারা বেশি আসন পাবে না। তাদের পক্ষে সরকার গঠন করাও সম্ভব নয়। যতই লড়ুক না কেন।

[৪] মোদি বলেন, পশ্চিমবঙ্গে জাতীয় গণতান্ত্রিক জোটই (এনডিএ) সরকার গঠন করবে। এনডিএ ৪০০ আসন পার করবে কি না সেটাই এখন চর্চা চলছে। একটা সময় বামেদের সূর্য পশ্চিমবঙ্গ থেকে অস্ত হতেই চাইত না। তবে এখন দেখুন  সেখানে বামেদের একটা পতাকাও দেখা যায় না।

[৫] তিনি বলেন, কংগ্রেস দেশ বিভাজন করেছিল ধর্মের ভিত্তিতে। তোষণের রাজনীতি করে ইন্ডিয়া জোট। মতুয়া সম্প্রদায়ের জন্য ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) আনা হয়েছে। এর সবচেয়ে বিরোধিতা করছে তৃণমূল। এরা সিএএ নিয়ে ভুল প্রচার চালাচ্ছে। তৃণমূল এসব করে সিএএ করা আটকাতে পারবে না। সম্পাদনা: রাশিদ  

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়