শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০৬:৪৫ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে ঋণ খেলাপিদের তথ্য হালনাগাদ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

আদম মালেক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিদের বিরুদ্ধে তৎপর কেন্দ্রীয় ব্যাংক। ঋণ খেলাপিদের ঋণ পরিশোধে বাধ্য করতে কোনো রকম ছাড় দেবে না এ প্রতিষ্ঠানটি। তথ্য গোপন করে খেলাপিরা যাতে সরকারকে ফাঁকি দিতে না পারে সেজন্য নির্বাচনে খেলাপি প্রার্থীদের তথ্য হালনাগাদ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় ২৮ নভেম্বর ,মনোনয়নপত্র দাখিলের পর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন কোনো প্রার্থী ঋণখেলাপি কিনা, তা যাচাই করে দেখবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর পাঠানো প্রাথমিক তালিকার তথ্যানুসারে কোনো খেলাপি থাকলে তা ধরা পড়বে। কেউ তথ্য গোপন করলে সেটি ধরার জন্য চূড়ান্তভাবে বাছাই করা হবে। এ জন্য একটি সফটওয়্যার ব্যবহার করা হবে। ওই সফটওয়্যারে প্রার্থীদের নাম-ঠিকানা ইনপুট করলেই তার নামে কত ঋণ আছে, সেটির সর্বশেষ পরিস্থিতি কী, প্রার্থীর মোট ক্রেডিট কার্ডের সংখ্যা, এমনকি গ্যারান্টার হিসেবে তিনি কোনো ব্যাংকে ঋণখেলাপি কিনা, সব ধরা পড়বে। এ কাজ করার জন্য ইতোমধ্যে বিভিন্ন বিভাগ থেকে কর্মকর্তা বাছাই প্রক্রিয়াও সম্পন্ন করে রেখেছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র জানায়, খেলাপিদের চিহ্নিত করতে কয়েক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক উদ্যোগ হিসেবে ঋণগ্রহীতাদের হালনাগাদ তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) পাঠাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এর বাইরে ব্যাংকগুলোর সব শাখা সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করে তাদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করবে। এ ক্ষেত্রে কোনো প্রার্থী ঋণখেলাপি থাকলে সে তথ্য সংশ্লিষ্ট শাখা থেকে ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), কেন্দ্রীয় ব্যাংক ও ইসির রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকেও ইসিকে অবহিত করা হবে। এরও পর ইসির প্রার্থী বাছাইকালে প্রার্থীসম্পর্কিত কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত প্রতিবেদন তো রয়েছেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়