শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০১:১০ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিকের অভিজ্ঞতায় সাফের সম্বল

নিজস্ব প্রতিবেদক : অলিম্পিক বাছাইপর্বে খেলার অভিজ্ঞতাটাই অনেক বড় করে দেখছেন ফুটবল কর্মকর্তারা। তাছাড়া নেপালের সঙ্গে প্রথমবারের মতো ড্র করে বেশ নজর কেড়েছে দেশের সিনিয়র মেয়েরা। ঐ ম্যাচের আগে বড় হারের স্বাদ নিতে হয়েছে কৃষ্ণাদের। আসন্ন সাফ গেমসের আগে অলিম্পিক গেমসে বাছাইপর্বে নেপালকে রুখে দিয়ে বেশ উজ্জ্বীবিত সাবিনা-স্বপ্না-কৃষ্ণারা।

আগামী মাসেই শ্রীলঙ্কায় বসবে মেয়েদের মূল দলের সাফ গেমস। সেখানে অলিম্পিকের অভিজ্ঞতা কাজে লাগাতে চান দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘অলিম্পিকে আমাদের এই তরুণ দলটা অনেক কিছু শিখেছে। নেপালকে সিনিয়র পর্যায়ে রুখে দিয়েছি। এই দলটাই এক সময় ভালো করবে। সাফেও এই ধারা বজায় রাখতে চাই আমরা।’

বয়সভিত্তিক পর্যায়ে সাফল্যের পর সাফল্যে বয়ে নিয়ে আসা দেশের মেয়েরা সিনিয়র পর্যায়ে ব্যর্থতার তালিকাটা বেশ ভারী। ২১ মাস পর মাঠে নেমে সিনিয়র দল মুদ্রার উল্টো পিঠটা দেখে নিয়েছে। মিয়ানমারের পর ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে খুবই নাজুকভাবে। তবে এই মারিয়া-আঁখিরা সিনিয়র পর্যায়ে একটা সময় ভালো করতে পারে।

ডিসেম্বরে সিনিয়র সাফ খেলতে শ্রীলঙ্কা যাবে ঐ জুনিয়র দলই। যেখানে আছে মারিয়া, আঁখি, স্বপ্না ও কৃষ্ণারা। সাফের প্রস্তুতি হিসেবে মিয়ানমারে অলিম্পিক গেমস বাছাইপর্বকে টার্গেট করেছিল ছোটনের শিষ্যরা। এখানকার অভিজ্ঞতাই সাফের সম্বল বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

আসন্ন সিনিয়র সাফে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভুটান ও পাকিস্তান। ১৭ ডিসেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ। ১৯ তারিখে পাকিস্তান ও ২১ ডিসেম্বরে নেপালের সঙ্গে খেলবে গ্রুপ পর্বের ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়