শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণস্বাস্থ্যের বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

মতিউর রহমান, সাভার : সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের দখলে থাকা বিরোধপূর্ণ জমি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে দু’পক্ষে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে উভয় পক্ষের তিন জন আহত হয়েছেন। রবিবার বিকেলে আশুলিয়ার মির্জানগরের এলাকায় গণস্বাস্থ্যের পিএইচএ ভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘনটায় আহতদের উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার বিকেলে গণস্বাস্থ্যের পিএইচএ ভবন এলাকায় সংবাদ সম্মেলনের আহ্বান করেন বিরোধপূর্ণ জমির কয়েক’জন দাবীদার। সংবাদ সম্মেলন চলাকালীন সময় পিএইচএ ভবনের ভেতর থেকে গণস্বাস্থ্যের কর্মচারী ও বহিরাগতরা লাঠি-সোঠা, ইটপাটকেল নিয়ে হামলার প্রস্তুতি নেয়। এর একপর্যায়ে অতর্কিত হামলা চালায় সংবাদ সম্মেলনে। এ সময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে প্রতিপক্ষের ইটপাটকেল ও লাঠির আঘাতে উভয়পক্ষের ৩ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের বলেন, সম্প্রতি গণস্বাস্থ্য ট্রাস্টের পিএইচএ ভবনের জমির মালিকানা দাবী করে কটন ক্রাফটস লিমিটেডের নামক প্রতিষ্ঠানের লোকজন অনুপ্রবেশ করে। এর পর তারা বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে আমাদের পিএইচএ ভবনে ভাঙচুর চালায়। সেই সাথে আমাদের ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীদের লাঞ্চিত করে। এঘটনার প্রতিবাদ করায় এক পা হারানো লিমনকে পিটিয়ে আরো এক হাত ভেঙ্গে ফেলে শিক্ষর্থী ও শিক্ষিকারা। এ ঘটনার অংশ হিসেবে আজ বিকেলে তারা আবারো সন্ত্রাসীদের দ্বারা হামলা চালায় গণস্বাস্থ্যের কর্মচারী ও শিক্ষার্থীদের উপর। এসময় বহিরাগতদের ইটপাটকেলের আঘাতে তাদের দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

এদিকে সংবাদ সম্মেলন আহ্বানকারী মোহাম্মদ আলী, নায়েব আলী, আমিনুল ইসলাম, লুৎফর রহমান, ডা. জাহানারা ফেরদৌস খান ও নাসির উদ্দিনসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, জাফরুল্লাহ ট্রাস্টের নামে দীর্ঘ দিন যাবৎ আমাদের পৈতৃক /ক্রয়কৃত সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করে আসছিল। এঘটনায় ইতোপূর্বে তারা প্রায় অর্ধশত অভিযোগ করলেও কোন লাভ হয়নি। আমরা আমাদের জমি দখলে নিয়ে স্থাপনা তৈরি করতে গেলে ভূমি দস্যু জাফরুল্লাহ নানা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। উল্টো আমাদের বিরুদ্ধে জমি জবর দখলের মিথ্যা মামলা দায়ের করেছেন।

জাফরুল্লাহ’র কবল থেকে আমাদের পৈতৃক সম্পদ রক্ষারস্বার্থে আজ বিকেলে পিএইচএ ভবনের সামনে সংবাদ সম্মেলন আহ্বান করি। সংবাদ সম্মেলনেও জাফরুল্লাহ বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় কটন ক্রাফটস লিমিটেডের ম্যানেজার ফরহাদ হোসেন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানতে চাইলে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এমন সংবাদ আমরা পাইনি। তবে অভিযোগ পেলে ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়