শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোস্যাল মিডিয়া এবং আমরা

শিশির আসাদ : বর্তমান সময়ে সমাজ সচেতনতার অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সমাজের খুঁটিনাটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কারণে আমরা খুব সহজেই সমাজের নানা অসঙ্গতি সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছি। কিন্তু শিক্ষিত সমাজের একটি বিশাল অংশ সমাজের এই খুঁটিনাটি অসঙ্গতি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করতে নারাজ। আমাদের দেশে এ বিষয়ে কোন গবেষণা হয়েছে কিনা আমার জানা নেই, তবে আমার অবজারভেশন হচ্ছে অধিকাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শুধুমাত্র ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির চিত্তাকর্ষক বিষয়গুলোই শেয়ার করে থাকে; যেমন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির নানাবিধ অনুষ্ঠান তথা রঙ্গ তামাশার পর্যায়ে সীমাবদ্ধ থাকে। গণমাধ্যমের ডিসাবলিমেশন প্রক্রিয়ার প্রতিফলনই আমরা দেখতে পাচ্ছি সামজিক যোগাযোগ মাধ্যমে।

এখনকার প্রজন্ম সামাজিক অসংগতির দিকে দৃষ্টিপাত করতে অনিচ্ছুক। এই অসংগতিকে অ্যাভয়েড করাকেই তারা ভাবছে সমাজের কল্যাণ। এই ভেবে তারা পরিতৃপ্তিতে ভোগে যে তাদের দ্বারা কোন অসঙ্গতি হচ্ছে না। অথচ অসঙ্গতি অ্যাভয়েড করা মানেই তা সমাজে প্রতিষ্ঠিত হওয়াতে ভূমিকা পালন করা। অধিকাংশের ফেসবুক শেয়ার-এ, আপনি দেখতে পাবেন আত্মকেন্দ্রিকতা; আনন্দ বিনোদন ও কামপ্রবৃত্তি অনুযায়ী জীবন চর্চার প্রতিফলন। সমাজ জীবনে যত যাই ঘটুক; সে বিষয়গুলো নিবির্ঘেœ জীবন পরিচালনায় বাধা মনে করে এড়িয়ে যাওয়ার প্রবণতা। এই এড়িয়ে যাওয়ার প্রবণতা থেকেই সামাজিক অসংগতিগুলো রূপ নিচ্ছে বিষবাষ্প হিসেবে। সমাজ জীবনের ব্যক্তিকেন্দ্রিকতা কত ভয়াবহ হতে পারে তার একটা উদাহরণ দিচ্ছি নিজ জীবনের অভিজ্ঞতা থেকেই।

বাসা থেকে ঢাকায় ফিরছিলাম ট্রেনে করে; কমলাপুর স্টেশনে নেমে একটু অগ্রসর হতেই ট্রেন লাইনের উপর কিছু মানুষের ভিড় দেখে এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম কি হয়েছে? একজন বলল ট্রেনের চাকায় একটা ছেলের পা কেটে গিয়েছে। ভিড় ভেদ করে সামনে আগালাম। দেখলাম একটা দশ-বারো বছরের ছেলে রেল লাইনের উপর পড়ে আছে; তার দুই পা কেটে গিয়েছে। আশ্চর্য হয়ে দেখলাম ছেলেটা জীবিত কিন্তু সবাই হাঁ করে দেখছে আর তার পায়ের উপরের অংশ থেকে ঝর ঝর করে রক্ত ঝরছে। সামনে এগিয়ে বললাম, কেউ একজন আমার সাথে আসেন ছেলেটাকে হাসপাতালে নিতে হবে। পিছন থেকে একজন বললো, ওকে ধরবেন না পুলিশ কেস; ঝামেলায় পড়বেন। বললাম ছেলেটা রক্তক্ষরণে মারা যাবে আর আমরা দাঁড়িয়ে দেখবো। পরবর্তীতে আরও কয়েকজন এগিয়ে আসলো। ছেলেটাকে হাসপাতালে নেয়া হোলো। চিন্ত করে দেখুনÑআমাদের ব্যক্তি জীবনে ঝামেলায় জড়াতে হবে তাই আমরা অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসব না। এই প্রজন্মের সামাজিক অসংগতির অ্যাভয়েডিং টেন্ডেন্সি ঐ ছেলের মতই সমাজকে ভঙ্গুর করে দিচ্ছে।

এ কথা সহজেই অনুমেয় যে ফেসবুক শেয়ারিং এর বিষয়বস্তু নির্ধারণ করে দেয় সামাজিক কাঠামো। আমরা সমাজের অসঙ্গতিগুলো এড়িয়ে চলছি; আবার স্বাধীন সার্বভৌম মননশীল সমাজ আশা করছি।

সমাজ ব্যক্তির নিজস্ব উদ্যোগের গতিশীলতা দ্বারা নির্ধারিত এবং নিয়ন্ত্রিত। আমরা যে ধরনের চর্চা যোগাযোগ মাধ্যমে করবো, সে ধরনের সমাজই আমরা গড়ে তুলবো। দার্শনিক বাট্রান্্ড রাসেল বলেছিলেন, ‘আধুনিক জগতে ব্যক্তিকেন্দ্রিক মঙ্গলের ধারণার চেয়ে সামাজিক মঙ্গলের ধারণা অনেক বেশি প্রয়োজন’।

সামাজিক অসংগতিগুলো থেকে রেহাই পাওয়ার উপায়ই হোলো সামাজিক সচেতনতা তৈরি করা। আর এ সচেতনতা তৈরির অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে সামজিক যোগাযোগ মাধ্যম। সামজিক যোগাযোগ মাধ্যমই বর্তমান সময়ে সমাজ পরিগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে সমকালীন সময়ে সোশ্যাল মিডিয়াকে বিকল্প সংবাদমাধ্যম হিসেবে আমরা গড়ে উঠতে দেখেছি। এই গড়ে ওঠার পিছনে কাজ করেছে এই সমাজেরই কিছু সচেতন তরুণ এবং যুবকদের ভূমিকা। এই সচেতনতাবোধকে আরও সম্প্রসারণের মাধ্যমেই আমরা সামাজিক অসংগতি থেকে নিস্তার পেতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়