শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানি লন্ডারিংয়ের অভিযোগে বাবাসহ গ্রেপ্তার হতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক : স্পেনের কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পেতে না পেতেই নতুন ঝামেলায় বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসি। এবার তিনি এবং তার বাবা হোর্হে মেসির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে তাদের নিজের দেশ আর্জেন্টিনায়ই। মেসি ফাউন্ডেশনের জন্য পাওয়া সমস্ত অনুদানের একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছে আদালত। অভিযোগ প্রমাণিত হলে বাবাসহ গ্রেপ্তার হতে পারেন বার্সেলোনার বরপুত্র।

আর্জেন্টিনার দৈনিক ‘লা নাচিওন’ এক প্রতিবেদনে দাবি করেছে, মানি লন্ডারিংয়ের কাজে মেসির নামের ফাউন্ডেশনকে অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ফাউন্ডেশনে পাঠানো তহবিলগুলো কখনও কখনও জনসেবার উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।

ফাউন্ডেশনের সাবেক একজন কর্মচারী এই দাবি করেছেন। যার দাবির উপর ভিত্তি করেই বাবা-ছেলে দুজনকে তাদের নিজ দেশে অভিযুক্ত করা হয়েছে। বিচারক গুস্তাভো মিরোভিচের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরবেন মেসি ও তার বাবা।

দুই বছর আগেও মেসি ও তার বাবার বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছিলো। ‘মেসি অ্যান্ড ফ্রেন্ডস’ নামক একটি স্কিমের মানি লন্ডারিংয়ে সঙ্গে মেসির জড়িত থাকার বিষয়ে তদন্ত করা হয়েছিলো। যেখানে আর্জেন্টিনা বিশ্বব্যাপী বিভিন্ন প্রীতি ম্যাচ খেলেছিল কিন্তু সেই ম্যাচ থেকে মেসি ফাউন্ডেশনে যাওয়া অর্থের উৎসের কোনো হদিস ছিল না। সেই মামলায় অবশ্য এখনও দোষী সাব্যস্ত হননি এলএম টেন।

গত বছরই স্পেনে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির এক মামলায় ২১ মাসের জেল হয় মেসির। যদিও দিনে ৪০০ ইউরো করে প্রায় ৪ লাখ ইউরো জরিমানা দিয়ে জেল এড়ান আর্জেন্টাইন সুপারস্টার। স্পেনে অবশ্য ফৌজদারি মামলা ছাড়া অন্য কোনো অভিযোগে দুই বছরের কম জেল সাজা হলে চৌদদশিকের ওপারে যেতে হয় না কাউকে। -ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়