Skip to main content

অক্টোবরে ভারতের শিল্পোৎপাদন বেড়েছে

নূর মাজিদ : চলতি অক্টোবর মাসে ভারতের শিল্পখাতের উৎপাদন বিগত চার মাসের তুলনায় অতিদ্রুত বেড়েছে। মূলত ভারতের অভ্যন্তরীণ বাজারের পণ্য চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির শিল্পোদপাদকেরা অধিক পণ্য উৎপাদন করেছেন। এই বিষয়ে নিক্কিই/ আইএইচএস মার্কিট সার্ভিসেস পারচেসিং ম্যানেজারস সূচকে সেপ্টেমবর মাসের ৫২.২ এর চাইতে বেশি ৫৩.১ পয়েন্টে এগিয়ে রয়েছে অক্টোবর মাসের শিল্পোৎপাদন। যা জুন মাসে ছিলো ৫১.৯ পয়েন্ট। মূলত, বিগত ১৫ মাস ধরে ৫০ পয়েন্টের ওপরে অবস্থান ধরে রেখেছে ভারত। যা দেশটির শিল্পখাতের অব্যাহত প্রবৃদ্ধির দিকেই নির্দেশ করছে। ৫০ পয়েন্টের ওপরে থাকলেই তা শিল্পোৎপাদন বৃদ্ধির ইতিবাচক লক্ষ্মণ বলে বিবেচনা করা হয়। এই বিষয়ে আইএইচএস মার্কিটের অন্যতম প্রধান অর্থনীতিবিদ পলিয়ানা ডি লিমা বলেন, আগস্ট মাসে ভারতের শিল্পোৎপাদন আংশিক কমেছিল, তবে অক্টোবর মাসের শেষে দেশটির উৎপাদন বৃদ্ধি সেই ঘাটতি পূরণ করেছে। এই সময়ে বৈদেশিক চাহিদার প্রেক্ষাপটে রপ্তানির উদ্দেশ্যেও ভারতের শিল্পোৎপাদন আংশিক বেড়েছে। এরই প্রেক্ষাপটে দেশটির বাজারে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানিয়েছেন। রয়টার্স

অন্যান্য সংবাদ