শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৭:৪৭ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো কলঙ্কিত লঙ্কান ক্রিকেট, নিষিদ্ধ নুয়ান জয়সা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার ক্রিকেট আবারো কলঙ্কিত হলো। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে লঙ্কান বোলিং কোচ ও সাবেক বোলার নুয়ান জয়সাকে নিষিদ্ধ করেছে আইসিসি। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

বুধবার আইসিসি এক বিবৃতি জানিয়েছে, ''নুয়ান জয়সাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা এখন থেকেই শুরু হচ্ছে।"

জয়সা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের উত্তর দেয়ার জন্য ১ নভেম্বর থেকে ১৪ দিন সময় পাচ্ছেন। তার আগে এ নিয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানিয়ে দিয়েছে আইসিসি। বেঁধে দেয়া এই সময়ের মধ্যে জবাব দেয়া না হলে অথবা তার জবাব সন্তোষজনক না হলে বড় ধরনের শাস্তির মুখেই পড়তে হতে পারে জয়সাকে।

আইসিসি'র আনিত অভিযোগগুলো হলো-
২.১.১ - যেখানে সরাসরি ফিক্সিং করার চেষ্টা বা অন্যায়ভাবে আন্তর্জাতিক ম্যাচের ফলাফলকে প্রভাবিত করার কথা বলা হয়েছে।
২.১.৪ - যেখানে সঙ্গী ক্রিকেটারকে দুর্নীতিতে উৎসাহিত করার প্রলোভন দেখানোর কথা বলা আছে।
২.৪.৪ - আইসিসি'র এই ধারায় দুর্নীতি সংক্রান্ত প্রস্তাব পেয়েও তা গোপন করার কথা বলা আছে।

এই অভিযোগগুলো নিয়ে ইতোমধ্যেই তদন্তে নেমে পড়েছে আইসিসি।

শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে বোলিং কোচ ছিলেন জয়সা। চলতি বছরই ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর করে গেছেন তিনি। ২০১৫ সাল থেকেই বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ক্যারিয়ারে ৩০টি টেস্ট এবং ৯৫টি ওয়ানডে খেলেছেন সাবেক এই লঙ্কান পেসার।
চলতি মাসে জয়সা ছাড়াও আরেক লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। তিনি হলেন সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়