শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৭

রক্সী খান, মাগুরা থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উরুড়া ও কালুকান্দি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ১৭ জন আহত, ৭টি ঘর ও ২টি ভাটায় ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে। বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত আজিজুল (২০) কে মাগুরা সদর হাসপাতালে ও চুন্নু শিকদার (৩৮), খসরু শিকদার (৩৫), মঞ্জু শিকদার (২২), জুয়েল (১৪), অঞ্জু মোল্যা (৪৪), জহুর বিশ্বাস (২৮), ইকরামুল মন্ডল (২২), হাফিজার খাঁন (৩৫) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের সদস্য এসআই হাফিজ ও আজমসহ বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালুকান্দি মোড়ে মঙ্গলবার বিকালে তৈয়বের ছেলে ঝন্টু ও সাকিবের ছেলে টুকুর সাথে হাই শেখের ছেলে তারিকুলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে আক্কাচ মোল্যার ভাটার সামনে বাহাজউদ্দিনের নেতৃত্বে কালুকান্দি গ্রামের বাসিন্দারা এবং তৈয়বের নেতৃত্বে উরুড়া গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মোহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন বলেন,পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়