শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ০৭:২৯ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এমন বাবার জন্য আমরা কাঁদব না’

সমকাল : আবার যুক্তরাষ্ট্রে চলে গেলেন ঢাকার শোবিজের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। শুক্রবার সন্ধ্যায় দুই মেয়ে রাবিয়াহ ও আরিশাকে নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে নিউইয়র্কে ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস লিখেন শ্রাবন্তী।

ফেসবুকে শ্রাবন্তী লিখেন, ‘সুন্দরভাবে পৌঁছেছি। এখানে ভালোই ঠান্ডা। আমার দুই মেয়ে মহা খুশি। ওদের স্কুল শুরু হবে। নতুন জীবন। সবাই আমার আর আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন, যেন আর কোনো ঝড় আমাদের তিনজনকে ভেঙে মুচড়ে দিতে না পারে।’

দেশ ছাড়ার আগে কোন গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি শ্রাবন্তী। আমেরিকায় পৌছে মেয়েদের কথা বলতে গিয়ে শ্রাবন্তী লিখেছেন, ‘‘এমন বাবার জন্য আমরা কাঁদব না, তুমিও কাঁদবে না।’ এমন কথা বলেই মেয়েরা আমাকে শান্তনা দিচ্ছে।’’

শ্রাবন্তী আরও লিখেছেন, ‘বাবাকে কাছে পেতে ওরা অনেক কষ্ট করেছে। অনেক কষ্ট পেয়েছে। ওরা নিজেরাই এখন ক্লান্ত। ওদের মন খারাপ হয়, কিন্তু বুঝতে দেয় না। উল্টো আমাকে বলছে স্ট্রং হতে।’
গত ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠান তার স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম। তিনি এনটিভির মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) ছিলেন। কাজ করেছেন চ্যানেল নাইনেও। যুক্তরাষ্ট্রে থাকা অবস্থাতেই তালাকের খবর পান শ্রাবন্তী। এরপর গত ২৫ জুন দুই মেয়েকে নিয়ে দেশে আসেন তিনি। দেশে এসে চেষ্টা করেছিলেন স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের, আপোষ-মীমাংসার। কিন্তু তার স্বামীর পক্ষ থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল মেলেনি। অবশেষে মেয়েদের স্কুল খুলছে বলে ডিভোর্স মেনেই চলে যান আমেরিকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়