তরিকুল ইসলাম সুমন : রাত ১২ টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন, বিরোধীদলের নেত্রী বেগম রওশন এরশাদ। সোমবার দশম জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।
রওশন এরশাদ বলেন, ছেলে মেয়েরা সারারাত জেগে জেগে মোবাইলে ফেসবুক দেখে, হরর মুভি দেখে। তারা নষ্ট হয়ে যাচ্ছে, আশক্তি জমে গেছে। আশক্তি হয়ে তারা বিভিন্ন খারাপ সাইট দেখছে, গেম খেলছে। এর ফলে অপরাধ প্রবণতা বাড়ছে। তাই ফেসবুকটা রাত ১২টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, কাউকে নিশ্চিহ্ন করার প্রতিক্রিয়া আমরা ব্যক্ত না করি। আমরা সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করি। নির্বাচন একটি সার্বজনীন ব্যবস্থা। একটা সুষ্ঠু সমাজ গড়তে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা প্রয়োজন। সবাই মিলে অবাধ ভাবে নির্বাচন প্রয়োজন গণতন্ত্র সুসংহত করতে।
তিনি আরো বলেন, আমি মনে করি যে, শুধু ক্ষমতা রদবদল নয়, এর সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়। এসময় তিনি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সক্ষমতা দেবার আহ্বান জানান।
রওশন এরশাদ বলেন, বিরোধীদলগুলোর নির্বাচনে অংশ নেবার সুযোগ দিতে হবে। নির্বাচনের সময় যেন সংখ্যালঘুরা কোন দুশ্চিন্তা করতে না হয়। তাদের নিরাপত্তা, তাদের জমি জমা দখল করতে না পারে সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।
তরুণদের জন্য চাকুরীর বয়সসীমা যদি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ-তরুণীদের চাকুরীর বয়সসীমা যদি ৩৫ বছর করা হয় তা হলে ভাল হয়। চাকুরী প্রবেশের বয়সসীমা ৩৫ বহাল করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
বিরোধীদলী নেত্রী বলেন, বেসরকারী স্কুলদের এমপিওভুক্তির করা যেতে পারে। এসব নন এমপিও শিক্ষদের এমপিও ভুক্তির দাবি জানাচ্ছি। পুলিশ বাহিনীর দিনরাত আমাদের সেবা দিয়ে থাকে। অথচ পুলিশের সদস্যরা পেনশন পান না বলে তাদরে অনেক বেশী অসুবিধা হয়ে যাচ্ছে। পেনশনের সঙ্গে তিনি রেশন পান তা হলে ভাল হবে।
তিনি বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ মৌলিক কেন্দ্র। আইন প্রণয়ন ছাড়াও মানুষের আশা প্রত্যাশার মূল কেন্দ্র জাতীয় সংসদ। আমরা মনে করি এই সংসদের পবিত্রতা আমরা রক্ষা করতে পেরেছি। এটাই বড় কথা।