শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নে বিএনপির সঙ্গে মতবিরোধ

দৈনিক আমাদের সময় : বিএনপি ছেড়ে বিকল্পধারায় যোগ দেওয়া শমসের মবিন চৌধুরী বলেছেন, বিএনপি ২০১৪ সালে যে সিদ্ধান্ত নিয়েছিল, সে সময়ের পরিপ্রেক্ষিতে দেখতে হবে। তখন বিএনপি ভেবেছিল হয়তো নির্বাচনে না যাওয়াটা তাদের জন্য ভালো। তবে আমার মতে বিএনপি ওই নির্বাচনে অংশ নিলে হয়তো তাদের ক্ষতি খুব একটা হতো না। বিবিসি বাংলার এক প্রশ্নে এ কথা বলেন শমসের মবিন চৌধুরী। কেন তিনি দীর্ঘদিনের দল বিএনপি ছেড়ে বিকল্পধারায় যোগ দিলেনÑ এমন প্রশ্নে শমসের মবিন বলেন, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল এবং তার সঙ্গে গত কিছুদিন ধরে কথাবার্তা চলছিল। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। তার অনেক কিছুর সঙ্গে, নীতির সঙ্গে, আদর্শের সঙ্গে, কথাবার্তার সঙ্গে আমার মেলে। এমন মতের মিল থাকায় মনে হলো একটা চেষ্টা করে দেখি। সেই কথা ভেবেই আনুষ্ঠানিকভাবে বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়েছি।
বিএনপির সঙ্গে কী তার এমন কোনো মতপার্থক্য তৈরি হয়েছিল যে দল বদল করলেনÑ এ প্রশ্নে শমসের মবিন বলেন, মতবিরোধ কিছুটা তো অবশ্যই ছিল। যেমন সাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নে। আমি আশা করেছিলাম বর্তমান বাংলাদেশের কথা চিন্তা করে বিএনপি তার কাজেকর্মে এবং অবস্থানে আরেকটু অসাম্প্রদায়িকতার দিকে চলে আসবে। সেসব বিষয়ে আমি বাধা পাচ্ছিলাম। আমার মনের মতো হচ্ছিল না। দ্বিতীয়ত, নাশকতার রাজনীতিতে আমি মোটেও বিশ্বাস করি না। সেটা সব ধরনের নাশকতাÑ পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে মারা হোক বা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মারা হোক। বিকল্পধারায় যোগ দেওয়ার পেছনে সরকারের কি কোনো চাপ আছেÑ এমন প্রশ্নে বলেন, সরকারের চাপ থাকলে তো অনেক আগেই থাকত। এটা নিতান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতেই এ পদক্ষেপ নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়