শিরোনাম

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০৮:১৭ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইন সকল শ্রেণী-পেশার মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী

এস এম নূর মোহাম্মদ : ডিজিটাল নিরাপত্তা আইন দেশের সকল শ্রেণী-পেশার মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয় বারের পক্ষ থেকে।

লিখিত বক্তব্যে বারের সভাপতি জয়নুল আবেদীন বলেন, অতি সম্প্রতি বিভিন্ন মহলের ব্যাপক আপত্তি ও মতামত উপেক্ষা করে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই আইন নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্ট হয়েছে। সকল মহলের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। এই আইনটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি বাস্তব হুমকি বলে আমরা মনে করি।

তিনি বলেন, বর্তমানে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন পূর্বের ৫৭ ধারার চেয়েও উদ্বেগজনক। বর্তমান আইনে আইন-শৃংখলা বাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে অপরিসীম। হরন করা হয়েছে সংবিধান প্রদত্ত অনুচ্ছেদ ৩৯(১) এবং ৩৯(২) এর সকল অধিকার। তাই আমরা সম্পাদক পরিষদ কর্তৃক প্রদত্ত ৭ দফা দাবিগুলোর প্রতি সমর্থন করছি।

বারের সভাপতি বলেন, আমরা দেশ ও গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে এই আইনের নিবর্তন মূলক ধারা অনতিবিলম্বে বাতিলের জোর দাবি করছি। তবে সম্পাদক পরিষদ এ বিষয়ে বিনামূল্যে আইনি সহযোগীতার কথা জানান জয়নুল আবেদীন। এছাড়া এ আইনে যে কোন নাগরিক হয়রানীর শিকার হলে সহযোগীতার কথা জানান বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়