শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:২২ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজড়াদের জীবনমান উন্নয়নে যৌথভাবে কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর ও রিথিংক

রফিক আহমেদ : রাজধানীতে হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং সদাচারণ প্রশিক্ষণের লক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর এবং রিথিংক যৌথভাবে কাজ করে যাচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে একজন হিজড়া যে কাজে পারদর্শী বা আগ্রহী, তাকে সে কাজ শেখানো এবং তাদের সদাচারণ প্রশিক্ষণের মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিথিংক প্রজেক্ট কো-অর্ডিনেটর শুভ্র সুদীপ্ত এ তথ্য জানান।

শুভ্র সুদীপ্ত জানান, হিজড়া জনগোষ্ঠীর জন্য রিথিংক আয়োজন করেছে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানের। তবে হিজড়াদের পাশাপাশি থাকবে সাধারণ মানুষের অংশগ্রহণও। আমরা আশা করি যে, হিজড়া জনগোষ্ঠী কিছুটা হলেও এই আয়োজনের মধ্য দিয়ে শুদ্ধ সঙ্গীত সম্পর্কে জানতে পারবে। ৩০ সেপ্টেম্বর রোববার রিথিংকের নিজস্ব কার্যালয় বিন্দুধারী’তে (ফ্ল্যাট-এ৬, লিফট বোতাম-৭, বাড়ি নং-৬, রাস্তা নং-৭, রূপায়ন প্রাইম, ধানমন্ডি, গ্রীন রোড, ঢাকা-১২০৫) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে এই আয়োজন।

তিনি জানান, শাস্ত্রীয় সঙ্গীতের এই আয়োজনে বাদ্যযন্ত্রের পরিবেশনা নিয়ে হাজির হবেন ভারতীয় শিল্পীরা। এতে সরোদ পরিবেশন করবেন অর্ণব ভট্টাচার্য এবং তলবায় পরিবেশন করবেন নিলীমেশ চক্রবর্তী। উল্লেখ থাকে যে, ভারতীয় শাস্ত্রীয়সঙ্গীতে প্রথাগত ও আধুনিক উভয় ধারারই সংমিশ্রণ পাওয়া যায় অর্ণব ভট্টাচার্যের পরিবেশনায়। বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি। দেশে-বিদেশের বহু মঞ্চে সরোদ পরিবেশনের খ্যাতি অর্জন করেছেন অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের নিয়মিত এই শিল্পী। অপরদিকে, সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া নিলীমেশ চক্রবর্তী বহু গুণী তবলাবাদকের কাছে প্রশিক্ষণ লাভ করেছেন। সর্বভারতীয় সঙ্গীত পরিষদ, ডোভারলেন মিউজিক কম্পিটিশনের মতো প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকারের কৃতিত্ব অর্জন করেছেন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন রি-থিংকের পরিচালক লুলু-আল-মারজান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়