মো: আবু তালহা তারীফ: হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) বলেন, আল্লাহ তাঁর প্রিয় জনদের তিনটি স্বভাব দান করেন। যেমন, ১. সমুদ্র তুল্য বদান্যত, ২. সূর্য সম উদারতা ৩. ভোতল তুল্য নম্রতা।
হযরত ইয়াহইয়া আয়ায (রা.) বলেন, তিন ধরনের লোকের কাজ থেকে নিজেকে রক্ষা করা চাই, ১. উদাসিন আলেম ২. অলস ৩. পথ ভ্রষ্ট দরবেশ।
হযরত আবু আলী শাককি বলখী (রহ.) বলেন, তিনটি বস্তু সাধক গনের সাথী। ১.মনের স্বাধীনতা ২. হিসাব নিকাসে অপরিক্ষতা ৩. হৃদয়ে প্রশান্তি বা সুখ।
হযরত শাহ সুজা (রহঃ) বলেন, ধৈর্যের তিনটি স্তর রয়েছে। ১. বিপর্যয়ে পরে কোনরুপ উৎকন্ঠা প্রকাশ না করা ২.বিপদাপদ সেচ্ছায় বা অনিচ্ছায় বরন করা। ৩. বিপদাপদকে আল্লাহ প্রদত্ত বলে মনে প্রানে মেনে নেওয়া।
হযরত আবু আলী সাকীক বলখী (রহ:) বলেন, যার সঙ্গে তিনটি বস্তু নেই সে জাহান্নাম থেকে রেহাই পাবে না সে গুলো হলো ১ শান্তি ২.ভয় ৩. ব্যাকুলতা।
হযরত হামদুন কাচ্ছার (রহ.) বলেন, শয়তান ও তার অনুগামীরা তিনটি বিষয়ে খুব খুশি হয়। যেমন, ১.কোন মুসলিমকে হত্যা করা ২.কাফের অবস্থায় মৃত্যবরন করা। ৩.সাধনার বিষয়ে কারোমনে খুব বেশী ভয়ের সৃষ্টি হওয়া।
হযরত ওসমান (রাঃ) বলেন, তিনটি কাজ বড় বিপদ ডেকে আনে। যেমন ১.সম্পদের লোভ ২.মান ও যশের আকাংখা ৩.সকলের নিকট গ্রহনীয় ও আকর্ষনীয় হওয়ার কামনা।