নূর মাজিদ : বেসরকারি খাতের জ্বালানি পরিশোধন শিল্পের অব্যাহত চাহিদার বৃদ্ধির প্রেক্ষাপটে তাদের অপরিশোধিত তেল আমদানি কোটা ৪২ শতাংশ বৃদ্ধি করেছে চীন। এর মাধ্যমে এই শিল্পখাতকে বেসরকারিভাবে ২০ কোটি টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি দিল দেশটির সরকার। বর্তমানে চীনে বেসরকারি খাতের দুটি কো¤পানি বেশ কিছু জ্বালানি পরিশোধনাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে। চীনা সরকারের এই অনুমোদন তাদের ব্যবসায়ের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
এই নিয়ে দ্বিতীয় বছরের মতো বেসরকারি খাতে অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধির সিদ্ধান্ত নিল চীন। ফলে এখন থেকে দেশটিতে দৈনিক ৪০ লাখ ব্যারেল তেল বেসরকারি খাতে আমদানি করা যাবে। শনিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় চীনের সংশ্লিষ্ট শিল্পখাতকে আগামী নভেম্বর মাসের ১০ তারিখের মধ্যে তাদের চাহিদাপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এই সময় মন্ত্রণালয়টি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রত্যেকের জন্য সরকারিভাবে পূর্বনির্ধারিত আমদানি কোটার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
বর্তমানে দেশটির এক তৃতীয়াংশ আমদানিকৃত অপরিশোধিত জ্বালানি পরিশোধনের সঙ্গে জড়িত বেসরকারি খাত। মন্ত্রণালয়টি জানায়, ২০১৯ অর্থবছর থেকে বেসরকারি খাতের পরিশোধনাগার কোম্পানিগুলো আমদানি কোটা বৃদ্ধির সুফল ভোগ করবে। রয়টার্স