শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সকল এজেন্সিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর অনুমোদন

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া: অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সব রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে  ওয়র্কিং কমিটি।  জি টু জি প্লাস’ পদ্ধতিতে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক এবার মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বলে জয়েন্ট ওযার্কিং গ্রুপের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রজায়ায় আয়োজিত গুরুত্বপূর্ণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

 
মালয়েশিয়ায় চারদিনের এ সফরে মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: সেলিম রেজা, অতিরিক্ত সচিব ড. মনিরুস সালেহিন (কর্মসংস্থান), মন্ত্রীর একান্ত সচিব, উপসচিব মোহাম্মদ সাহিন (কর্মসংস্থান), পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও একজন উপসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধি, আইন মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব।এমওইউ মোতাবেক দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও হিউম্যান রিসোর্স মিনিস্টারের সাথে শ্রমবাজারের সর্বশেষ অবস্থা নিয়ে ২৪ ও ২৫ সেপ্টেম্বর বৈঠক করে। এ ছাড়া মালয়েশিয়ার ওয়ার্কিং কমিটিতে ছিলেন, তানশ্রি আচিহ এর নেতৃত্বে সাবেক ডেপুটি ইমিগ্রেশন কর্মকর্তা কিছুন, সাবেক এক বিচার পতি, সাবেক আইনজীবি ও সাবেক ডি আইজিসহ ৭ সদস্যর প্রতিনিধি দল।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্তের মধ্যে ‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশী বৈধ সকল রিক্রুটিং এজেন্সর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রেরণের সিদ্ধান্ত হয়। অপরদিকে কলিং ভিসায় কর্মী নিয়োগের বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে এবং এ প্রক্রিয়ায় অপেক্ষমাণ মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের যাওয়ার পথ উন্মুক্ত থাকবে।

এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত কর্মীদেরকে নিয়মিত করার বিষয়ে মালয়েশিয়া সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে মর্মে সভায় জানানো হয়েছে। বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলটি মালয়েশিয়ায় অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়