শাহানুজ্জামান টিটু : রাজধানীতে বিএনপির জনসভার তারিখ পরির্বতন করেছে বিএনপি। পরির্বতিত তারিখ অনুযায়ী আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি জনগণকে জানাতে তারা রাজধানীতে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি’র উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর করার কথা ছিলো কিন্তু তারিখ পরিবর্তন করে আগামী ২৯ সেপ্টেম্বর এই জনসভা অনুষ্ঠিত হবে। জনসভা সফল করতে যা যা করণীয় আমরা সেসব প্রস্তুতি নিয়েছি।
তিনি বলেন, আমরা এখনো সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার করার অনুমতি পাইনি। তবে আশা করছি আমরা অনুমতি পাবো। ইতিমধ্যে আমরা আবেদন করেছি।
রিজভী জানান, বুধবার নয়াপল্টনে দলের যৌথসভা অনুষ্ঠিত হবে সকাল ১১টায়। এরপর বিএনপি মহাসচিব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন।