শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৬ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচলিত বডি স্প্রে ব্যবহার করা বৈধ ?

সাইদুর রহমান: প্রচলিত বডি স্প্রে বা বোতলজাত পারফিউম স্প্রেতে সাধারণত এ্যালকোহল মিশ্রিত করা হয়। এগুলো ব্যবহার এবং তা ব্যবহার করে নামায পড়া যাবে কী ?

এর সমাধান হলো, এলকোহল বা স্পিরিটের শরঈ বিধান হলঃ যে সব এ্যালকোহল বা স্পিরিট আঙ্গুর, খেজুর অথবা মোনাক্কা থেকে তৈরি সেসব স্পিরিট সম্পূর্ণ নাপাক এবং হারাম। এধরণের স্পিরিট মিশ্রিত দেশি-বিদেশি পণ্য ও বডি স্প্রে, পারফিউম, শ্যাম্পু, লোশন ইত্যাদি ব্যবহার করা যাবে না এবং তা নিয়ে নামায পড়লে নামাযও হবে না।

আর যে সব এ্যালকোহল বা স্পিরিট উপরোক্ত তিন জিনিস ব্যতীত অন্যান্য জিনিস থেকে তৈরি করা হয়। যেমন, বর্তমান বাজারে যে সেন্ট বা বডি স্প্রে পাওয়া যায় তাতে সাধারণত আঙ্গুর, খেজুর বা মোনাক্কা থেকে প্রস্তুতকৃত এলকোহল থাকে না; বরং বিভিন্ন শস্যদানা, গাছ-পালার খাল, পেটোল ইত্যাদি জিনিস থেকে প্রস্তুতকৃত এলকোহল মিশানো হয়, যা নাপাক নয়। সুতরাং তা ব্যবহার করা এবং ব্যবহার করে নামায আদায় কারা জায়েয আছে।

আর যদি অন্য কোন হারাম বস্তু মিশ্রিত হয়, আর মিশ্রিত করার আগে তাকে এমনভাবে প্রসেসিং করে যে, হারাম বস্তুর মৌলিকত্ব বাকি থাকে না, তা হলে তা ব্যবহার করা জায়েয হবে। আর যদি মৌলিকত্ব বাকি থাকে, তা হলে তা ব্যবহার করা জায়েয হবে না।

তবে হারাম বস্তু মিশ্রিত করা হয়েছে কিনা? তা যদি নিশ্চিত জানা না থাকে, তা হলেও উক্ত বডি স্প্রে পারফিউম ইত্যাদি ব্যবহারে কোন সমস্যা নেই। সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ৫/৪১২, ফাতাওয়ায়ে তাতারখানিয়া১/২৮৩, নিহায়াতুল মুহতাজ লির রামালি৮/১২ , জাদীদ ফিকহী মাসাইল১/ ৩৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়