শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৯ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকংকে ২৮৬ রানের টার্গেট দিলো ভারত

স্পোর্টস ডেস্ক : ভারত এশিয়া কাপের হট ফেবারিট দল। যারা হংকংয়ের চেয়ে শক্তিমত্তায় অনেক এগিয়েও রয়েছে। এ ব্যাটিং শক্তিধর দলটি ক্রিকেটের পুঁচকে হংকংয়ের বিপক্ষে পাহাড়সমান পুঁজি গড়বে বলেই মনে হচ্ছিল। একটা সময় বেশ ভালো অবস্থানেই ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী বাড়লো না পুঁজি। হংকংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রানেই থেমেছে রোহিত শর্মার দল।
শেখর ধাওয়ান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ওই সেঞ্চুরিতে ভর করে একটা সময় ২ উইকেটেই ২৪০ রান করে ফেলেছিল ভারত। সেখান থেকে শেষ ৫৬ বলে তারা তুলতে পেরেছে মোটে ৪৫ রান, হাতে ৮টি উইকেট থাকার পরও।
ওপেনার রোহিত শর্মা ২৩ রানে সাজঘরে ফিরলেও আম্বাতি রাইডু তিন নাম্বারে নেমে ৬০ রানের ইনিংস খেলেছেন। শেখর ধাওয়ান তো সেঞ্চুরিই করেছেন। তবে ১২০ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২৭ রানের ঝড়ো ইনিংস খেলে ধাওয়ান ফেরার পরই যেন মরক লেগে যায় ভারতের ইনিংসে।

মহেন্দ্র সিং ধোনি রানের খাতাই খুলতে পারেননি। দিনেশ কার্তিক ফেরেন ৩৩ রানে। এরপর লোয়ার অর্ডারে ভুবনেশ্বর কুমার (৯), শার্দুল ঠাকুররা (০) দাঁড়াতে পারেননি হংকংয়ের বোলিংয়ের সামনে।

কিনচিত শাহ নেন ৩ উইকেট। ২টি উইকেট শিকার এহসান খানের। আর একটি করে উইকেট পেয়েছেন এহসান নেওয়াজ আর আইজাজ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়