শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ১১:৪১ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির

শিমুল মাহমুদ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করে ঈদের আগেই মুক্তির দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনকে তারা বিপদ মনে করছেন। আরেকটি একতরফা নির্বাচন আয়োজন করতে প্রতিপক্ষ হিসেবে বেগম জিয়াকে কারাগারে রাখা হয়েছে। কারাগারে আটকে রেখে এদেশে একতরফা নির্বাচন হবে না। শূণ্য কেন্দ্রে ভোটার বিহীন ইলেকশনের নামে সিলেকশন হতে দেয়া হবে না। অবিলম্বে বানোয়াট মামলা প্রত্যাহার করে ঈদের আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

ঈদের প্রাক্কালে নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের মামলার হিড়িক পরেছে। অজ্ঞাতনামা মামলায় পুলিশ ওৎ পেতে যখন যেমন খুশি নির্বিচারে বিএনপি নেতা-কর্মীদের আটক করছে। হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার আতঙ্কে এখন ঘর ছাড়া এলাকা ছাড়া তারা। চলছে লাগামহীন গ্রেফতার বাণিজ্য।

রিজভী বলেন, সচিব পর্যায়ের কমিটি প্রায় সর্ব পর্যায়ের কোটা তুলে দেওয়ার প্রস্তাব করেছে। কিন্তু আদালতের রায়ের কথা উল্লেখ করে কোটা সংস্কারের আরও প্রলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। অথচ আদালতের কোন রায় নেই, পর্যবেক্ষন আছে। আন্দোলতরত শিক্ষার্থীরা কোটা বাতিল চায় না তারা কোটা সংস্কার চায়। কিন্তু আবারও সব কোটা বাতিল করার প্রস্তাব মানেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আবারও প্রতারনার কৌশল অবলম্বন। এটিও আরেকটি প্রহসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়