শিরোনাম
◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০৮:৩৮ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঈদের সিনেমার হালচাল’

মহিব আল হাসান: ঢালিউডে এখন বেশিরভাগ নির্মাতা প্রযোজক দুই ঈদকে টার্গেট করে বিগ বাজেটের ছবিগুলো মুক্তি দেওয়ার পরিকল্পনা করে থাকেন। কারণ দুই ঈদে সিনেমা হলে দর্শক সমাগম বাড়ে। আর ঈদের ছবিতে লগ্নিকৃত টাকা ফেরত পাওয়াসহ প্রযোজকরা লাভের মুখও দেখেন। কোরবানি ঈদ আসতে আর কয়েকদিন বাকি থাকলেও রাজধানীর ‘ছবিপাঁড়া’ খ্যাত কাকরাইলের বিভিন্ন অফিসে শুরু হয়েছে হিসাব নিকাশ।

কোরবানি ঈদের ছবি কেমন হবে কোন ছবি মুক্তি দিলে দর্শকের চাহিদা পূরণ হবে তা আগে থেকেই আঁচ করছেন প্রযোজক পরিচালকরা। এরইমধ্যে ঈদে ছবি মুক্তি দেওয়ার জন্য তৈরি হয়েছে বেশকয়েকটি ছবি।

ঈদকে টার্গেট করে বিগ বাজেটের সিনেমাগুলো মুক্তি দিয়ে থাকেন নির্মাতা প্রযোজকরা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও বেশকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ঈদের সিনেমার হালচাল মুক্তির তালিকায় প্রচুর ছবির নাম থাকলেও প্রযোজক সমিতি থেকে এখন পর্যন্ত কোনো ছবির নাম চূড়ান্ত করা হয়নি। তবে চার নির্মাতা ঈদে তাদের ছবি মুক্তি প্রায় নিশ্চিত করে ফেলেছেন। মুক্তির তালিকায় রয়েছে, শাকিব-বুবলীর অভিনীত ‘ক্যাপটেন খান’, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রোশান-ববি অভিনীত ‘বেপরোয়া’ শাহিন সুমন পরিচালিত ‘মাতাল, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘জান্নাত’। এদিকে ঈদে মুক্তির তালিকা থেকে আগেই সরে গেছে ‘দহন’ ও ‘নোলক’।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন শবনম বুবলী। ভিলেন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছেন সম্রাট। ছবিটির সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। সেন্সর বোর্ডের সনদ পেলেই ছবিটির মুক্তির আর কোনও বাঁধা থাকবে না। ছবিটি নিয়ে প্রত্যাশাও অনেক কারণ দেশসেরা নায়ক এই ছবিতে অভিনয় করছেন।

ছবিটির প্রযোজক শান্ত খান বেশ আশাবাদী সিনেমাটি নিয়ে। তিনি বলেন, ‘বড় আয়োজনের সিনেমা ক্যাপ্টেন খান। ছবিতে শাকিব-বুবলী অনেক ভালো করেছেন। ভিলেন হিসেবে মিশা সওদাগর চমৎকার অবিনয় করেছেন। সবকিছু মিলে দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন আশা করছি।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কলকাতার পরিচালক রাজা চন্দ ‘বেপরোয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন। এই ছবিটিও ঈদে মুক্তির মিছিলে রয়েছে। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও রোশান। আরো রয়েছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।এই রিপোর্ট লেখা পর্যন্ত সিনেমাটির গানের শুটিং কক্সবাজারে চলছে। তবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বলছে সঠিক সময়ে সিমোটি সেন্সর বোর্ডে জমা পড়বে।

অন্যদিকে ঢাকাই সিনেমার ড্যাশিং পরিচালক খ্যাত শাহীন সুমনের ‘মাতাল’ সিনেমাও বেশ আলোচনায় রয়েছে। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, অধরা খান, অরিন, শিপন, মিশা সওদাগর, জয়রাজসহ অনেকে।

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক শাহীন সুমন। তিনি বলেন, ঈদের সিনেমা হিসেবে ‘মাতাল’ দর্শকদের বিনোদিত করবে। সিনেমার প্রত্যেকটি চরিত্র নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দর গল্পের দেশীয় সিনেমা এটি। দর্শকরা শতভাগ বিনোদন পাবেন।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক হঠাৎ করেই ‘জান্নাত’ সিনেমাটির মুক্তির ঘোষনা দেন। সিনেমাটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি,আলী রাজসহ আরও অনেকে। এরই মধ্যে সেন্সর সনদ পেয়েছে ছবিটি। এই সিনেমাটি ঈদে দর্শকের মাঝে সাড়া জাগাবে বলে আশাবাদী পরিচালক।

এখন দেখার অপেক্ষা সিনেমা হলের পর্দায় কোন সিনেমা দর্শকের মাঝে সাড়া ফেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়