শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪২ শতাংশ গুরুতর মানসিক রোগী অন্য শারীরিক রোগেও আক্রান্ত

রিকু আমির : দেশে গুরুতর মানসিক রোগাক্রান্তরা শারীরিকভাবে অন্য রোগেও আক্রান্ত। এ সংখ্যা উল্লেখযোগ্য বলে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি শাখা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত জরিপে উঠে এসেছে।

শনিবার সকালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এ জরিপ সংক্ষেপে উপস্থাপন করা হয় প্রখ্যাত মানসিক চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, দেশিবিদেশি দাতা সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকদের সামনে।

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি শাখার প্রোগ্রাম ম্যানেজার রিজওয়ানুল করিমের সভাপতিত্বে জরিপ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ফারুক আলম।

‘গুরুতর মানসিক রোগের মাঝে অন্যান্য শারীরিক রোগ’ শীর্ষক জরিপ ফল উপস্থাপন করেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগি অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ।

তিনি জানান, দেশের সাতটি বিভাগীয় শহরের ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানের দুই হাজার ১৫৮জনের মধ্যে ওই বিষয়ে জরিপ পরিচালনা করা হয় টানা ১০ মাস ধরে।

জরিপে দেখা যায়, গুরুতর মানসিক রোগীদের মাঝে ৪২ শতাংশ শারীরিক অন্য রোগাক্রান্ত। ওই ৪২ শতাংশের মধ্যে ১২ শতাংশ ডায়াবেটিস, ১১ দশমিক ১ শতাংশ উচ্চ রক্তচাপ, স্থুলতায় ২ দশমিক ৫ শতাংশ এবং শ্বাসতন্ত্রের রোগাক্রান্ত ২ দশমিক ১ শতাংশ।

সহযোগি অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ তার উপস্থাপনায় আরও বলেন, মাদকাসক্ত রোগীদের মধ্যে শারীরিক অন্য রোগের হার ২১ শতাংশ। এর মধ্যে ডায়াবেটিসে ৫ শতাংশের কিছু বেশি, শ্বাসতন্ত্রের রোগে সাড়ে ৪ শতাংশ, রক্ত স্বল্পতায় ৩ শতাংশ, চর্মরোগে ৩ শতাংশ, বাত ব্যথার সমস্যায় ৩ শতাংশ আক্রান্ত।

এ জরিপেই দেখা যায়, ১৮ বছরের নিচে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার রোগীদের মধ্যে শারীরিকভাবে অন্য রোগাক্রান্তের হার ৩২ শতাংশ। এর মধ্যে মৃগী রোগী ১৫ শতাংশ, ডায়াবেটিসে ২ দশমিক ৬ শতাংশ, থাইরয়েডে ২ শতাংশ এবং সেলেব্রাল পালসিতে আক্রান্ত ২ শতাংশ।

সহযোগি অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ এ প্রতিবেদকের প্রশ্নে বলেন, মানসিক রোগীদের মাঝেও যে অন্য রোগ থাকে, সেটা এই জরিপের মাধ্যমে স্পষ্ট হওয়া গেল। অতএব রোগী দেখার মানসিক চিকিৎসককেও চোখকান আরও খোলা রেখে কাজ করতে হবে। রোগীকেও সচেতন হতে হবে। আমাদের কাছে অনেক রোগী মানসিক সমস্যা নিয়ে আসেন, যারা জানেনই না, তার ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ বা অন্য রোগ আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়