রিকু আমির : ঢাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় যে আন্দোলন চলছে, সেই সামাজিক আন্দোলনের কোনো নেতিবাচক প্রভাব নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ড. সাব্বির আহমেদ। বুধবার দুপুরে আমাদের সময় ডটকমের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
প্রশ্ন ছিল- আন্দোলনকারী, পরিবহন শ্রমিক ও আন্দোলনের ফলে ভোগান্তি পোহাচ্ছেন যারা, সবাই একই সমাজের বাসিন্দা। এ আন্দোলনের ফলে এসব মানুষের মধ্যে সামাজিক সম্পর্কে কোনো ভাটা বা নেতিবাচক কোনো প্রভাব বিস্তারের আশঙ্কা আছে কি-না।
আরো পড়ুন: পুলিশ দিয়ে আন্দোলনকারীদের কোনভাবেই দাবায়ে রাখা সম্ভব না: মোস্তফা সরয়ার ফারুকী
তিনি বলেন, এটা তো শিক্ষার্থীদের আন্দোলন। একটা বিষয় কোন পর্যায়ে গেলে এমন হতে পারে? যখন দেশের রাজনীতি, আইন অন্যায় প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে না, তখনই সাধারণ মানুষজন এভাবে রাস্তায় নামে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে উঠা গণজাগরণ মঞ্চ, ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন এসবেরই উদাহরণ।
আরো পড়ুন: আন্দোলনের সংজ্ঞাই পাল্টে দিলো ওরা!
ড. সাব্বির বলেন, এই আন্দোলনের কোনো নেতিবাচক প্রভাব সমাজে পড়বে না। বিরোধী দল যে কাজ করার কথা, সে কাজ সামাজিকভাবে বাস্তবায়ন করছে ছাত্ররা। দাবি মেনে নেওয়ার মধ্য দিয়ে সরকারও নিজেদের ভুলত্রুটি বুঝতে এবং সংশোধন করতে পারবে।
তিনি বলেন, এই যে আমাদের মন্ত্রী হাসলেন, এই হাসি-ই তো শিক্ষার্থীদের আন্দোলিত করেছে, অভিভাবকদের বুকে আঘাত করেছে, কাঁদিয়েছে। বাবা হিসেবে আমি এটা অনুভব করি।
আরো পড়ুন: ‘সরকার চালানোর লাইসেন্স আছে কি না মানুষ একদিন সেই বিচার করবে’