শাহানুজ্জামান টিটু : দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক বাসচালকের শাস্তিসহ ৯ দফা দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ দুর্ভোগে পড়লেও কোনো বিরক্তি ছিলো না তাদের মধ্যে। এই আন্দোলনে সহমত পোষণ করেছেন প্রায় সকলে।
ছাত্রছাত্রীদের আন্দোলনে গণপরিবহন অচল হয়ে পড়ে। কিন্তু মানুষ এসব কষ্ট মনে না করে মেনে নিয়েছে হাসিমুখে। ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় ছাত্রদের সড়কে অবস্থান দেখে অনেকেই তাদের প্রতি সম্মান দেখিয়ে রিকসা থেকে নেমে হেঁটে আন্দোলন স্থান অতিক্রম করেছে। ঠিক একইভাবে ছেলে মেয়েরা তাদের প্রতিও সম্মান দেখিয়েছে। দিনভর আন্দোলন করেছে বাড়ি ফেরার পথে এই ছেলে মেয়েরাই আবার হাতে ঝাড়–ৃ নিয়ে রাজপথ পরিস্কার করে দিয়েছে।
আরো পড়ুন: ছাত্ররা দেখছিল লাইসেন্স, গাড়ি ভাঙছিল কে?
বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে এ দৃশ্য চোখে পড়ে। ধানমন্ডির রাস্তায় কয়েকজন ছাত্র নিজেরা হাতে ঝাড়– নিয়ে রাস্তা পরিস্কার করছেন। আর এই দৃশ্য দেখে অনেক পথচারিকে বাহবা দিতে দেখা গেছে। কেউ কেউ বলেছেন ছোটদের কাছ থেকেও আমাদের অনেক কিছু দেখার বা শেখার আছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে জোবায়ের চৌধুরী লিখেছেন, “দিনভর রাজপথ দখল করে আন্দোলন। বাড়ি ফেরার আগে রাস্তা ঝাড়ু! আন্দোলনের সংজ্ঞাই পাল্টে দিলে তোমরা!! Proud to you Students! Love u All. জয় বাংলা! তোমাদের হাতে সমাজের জঞ্জালগুলোও পরিষ্কার হবে! এটাই বিশ্বাস”।
আরো পড়ুন: এই আন্দোলনের কোনো নেতিবাচক প্রভাব নেই : ড. সাব্বির
আর সোহানুর রহমান লিখেছেন, এদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। গাড়ির ভাঙ্গা কাঁচ রাস্তা থেকে ঝাড়ু দিয়ে নিজেরাই সরাচ্ছে শিক্ষার্থীরা।
আরো পড়ুন: ‘সরকার চালানোর লাইসেন্স আছে কি না মানুষ একদিন সেই বিচার করবে’