শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৮:০২ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএফইউজের দায়িত্ব হস্তান্তর

মো. ইউসুফ আলী বাচ্চু: বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটি। এতে নেতৃত্ব দেন সাবেক কমিটির সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

নতুন দায়িত্ব গ্রহণ করেন, সভাপতি, মোল্লা জালাল, সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, মহাসচিব শাবান মাহমুদ, যুগ্ম- সাধারণ সম্পাদক আঃ মজিদ কোষাদক্ষ দ্বীপ আজাদ, দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, সদস্য শেখ মামুনুর রশিদ, নুরে জান্নাত আক্তার সীমা, সেবিকা রানী, খায়রুজ্জামান কামাল।

এর আগে গত ১৩ জুলাই নির্বাচন শেষে সামান্য ভোটের ব্যবধান হওয়ার কারণে তিন সভাপতি প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে সভাপতি পদের ফলাফল স্থগিত করে বাকী ন্য সকল পদে জয়ীদের নাম ঘোষণা হয়।

উল্লেখ্য ঢাকাসহ ১০টি অঙ্গ ইউনিয়ন নিয়ে বিএফইউজের এই নির্বাচনে সারা দেশে চার হাজার ৩৪৩ জন ভোটার তিন বছরের জন্য নতুন নেতৃত্ব বেছে নেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভোটার তালিকায় ১১৪ জন ‘দ্বৈত ভোটার’ থাকায় ভোট স্থগিত চেয়ে প্রথম শ্রম আদালতে যান দুইজন সংক্ষুব্ধ সদস্য। এর পরিপ্রেক্ষিতে প্রথম শ্রম আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেয়।

বিএফইউজের এই নির্বাচনে ওমর ফারক-শাবান মাহমুদ এবং আবদুল জলিল ভুঁইয়া-জাকারিয়া কাজল নেতৃত্বাধীন দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় করেছেন। আর সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মোল্লা জালাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়