শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৬:২৭ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে পূর্বাচলে হচ্ছে ১০০ তলা ভবন

প্রতিবেদক :  অবশেষে রাজধানীর পূর্বাচল নিউ টাউন প্রকল্পে নির্মিত হতে যাচ্ছে ১০০ তলা ভবন।  বাংলাদেশের পূর্বাচল কিংবা জলসিঁড়িতে ১৪২ তলা এই আইকনিক টাওয়ার নির্মিত হওয়ার কথা থাকলেও  নির্মিত হতে যাচ্ছে ১০০ তলা ভবন। প্রকল্পের ১৯ নম্বর সেক্টরের ১০০ একর জমির ওপর এই আইকনিক টাওয়ারটি নির্মাণ করা হবে। নির্মাণ কার্যক্রম বাস্তবায়নে গতকাল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রহমানের হাতে পূর্বাচল প্রকল্পে ১০০ একর জমির পেমেন্ট অর্ডার হস্তান্তর করে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড ও কাজিমা করপোরেশন কনসোর্টিয়াম।

এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও পরিচালক এবং সিইও সৈয়দ কামরুল ইসলাম মোহন। নির্মাণ প্রতিষ্ঠান পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইকনিক টাওয়ারের মধ্যে থাকবে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার।

রাজউকের একটি সূত্র জানায়, ওই ভবনে আন্তর্জাতিক কনভেনশন, এক্সিবিশন সেন্টার, হোটেল, থিয়েটার ও শপিংমল থাকবে। টাওয়ার ঘিরে তৈরি হবে আরও কয়েকটি ছোট-বড় ভবন এবং নান্দনিক স্থাপনা। উচ্চতার দিক দিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি হচ্ছে দুবাইয়ের ১৬৫ তলার বুর্জ আল খলিফা। দ্বিতীয় সর্বোচ্চ চীনের সাংহাইয়ে ১২৮তলা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামে চতুর্থতম উঁচু ভবনটি নিউইয়র্কে শোভা পাচ্ছে। এ ছাড়া বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন ২০৫ তলা কিংবম টাওয়ার। আইকনিক টাওয়ারের নকশা এমনভাবে ডিজাইন করা হয়েছে, ভবনের দিকে তাকালেই মুক্তিযুদ্ধের কথা মনে পড়বে। এটি নির্মিত হলে দুই দিক দিয়ে ’৭১ লেখাটি ফুটে উঠবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়