শিরোনাম
◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৩:১০ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবম ওয়েজ বোর্ড গঠন কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য চিঠি দেয়া হয়েছে

বিশ্বজিৎ দত্ত: সংবাদকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য তথ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক।এ চিঠির জবাবে কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কীনা এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

রোববার এ বিষয়ে ওয়েজ বোর্ড গঠন সংক্রান্ত কমিটির অন্যতম সদস্য বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কী না আমার জানা নাই। তবে প্রায় একমাস আগে কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য তথ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি নবম ওয়েজ বোর্ড গঠনের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়। কমিটির মেয়াদ ছিল ২৯ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যেই কমিটি সংবাদকর্মীদের জন্য ৯বম ওয়েজবোর্ড গঠন করে মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা ছিল।

কমিটিতে ছিলেন, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক। তাকে সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল।

অন্য সদস্যরা হলেন, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান, সহসভাপতি এ কে আজাদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী, সদস্য মাহ্ফুজ আনাম, তাসমিমা হোসেন, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সংবাদপত্র পরিষদের আহ্বায়ক জি কিবরিয়া চৌধুরী, মহাসচিব ওমর ফারুক, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের আলমগীর হোসেন খান এবং মহাসচিব মো. কামালউদ্দিন। তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজান উল আলম বোর্ডের সচিবের দায়িত্বে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়