তানভীর রিজভী: কোরীয় যুদ্ধে নিহত হওয়া মার্কিন সেনাদের দেহাবশেষ আমেরিকাকে ফিরিয়ে দেবে উ. কোরিয়া।দ. কোরিয়ার বার্তা সংস্থা ইউনহ্যাপ-এর খবরের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এ কথা জানায়।
৬৫ বছর পূর্তির উপলক্ষ্যে প্রথমবারের মতো ওই সৈন্যদের দেহাবশেষ প্রত্যার্পণ করা হবে বলে কুটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইয়েনহ্যাপ।
কুটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইয়েনহ্যাপের খবরে আরো বলা হয়, হাওয়াই-এর এক ফরেনসিক ল্যাব-এ প্রেরণের আগে সিউলের দক্ষিণে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওশান এয়ার বেজ নর্থ কামলা বিমান বন্দর থেকে ওই সব দেহাবশেষ বিমানে তোলা হবে।
গত মাসে সিঙ্গাপুরে তাদের ঐতিহাসিক শীর্ষ বৈঠকে ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সৈনিকদের দেহাবশেষ ফিরিয়ে দেয়ার ব্যাপারে কিম ও ট্রাম্পের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, খুব শিগগির তাদের স্বদেশে ফিরিয়ে আনা হবে। তবে প্রথম দফায় ৫০-৫৫ সৈনিকের দেহাবশেষগুলো যে ২৭ জুলাই প্রত্যার্পণ করা হবে এই মর্মে গণ মাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে তিনি কিছু বলেননি।
পেন্টাগণের সূত্রে জানা গেছে, কোরীয় যুদ্ধে ৩৫ হাজার আমেরিকান সেনা নিহত হন। কেবলমাত্র উত্তর কোরিয়ায়ই ৫৩০০ জনসহ নিহত সৈন্যদের মধ্যে এখনো ৭,৭০০ জন নিখোঁজ রয়েছে। আরাবিয়ান জার্নাল।