শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকার ৩৫ হাজার সেনা নিহত : ফেরত পাবে লাশ

তানভীর রিজভী: কোরীয় যুদ্ধে নিহত হওয়া মার্কিন সেনাদের দেহাবশেষ আমেরিকাকে ফিরিয়ে দেবে উ. কোরিয়া।দ. কোরিয়ার বার্তা সংস্থা ইউনহ্যাপ-এর খবরের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এ কথা জানায়।
৬৫ বছর পূর্তির উপলক্ষ্যে প্রথমবারের মতো ওই সৈন্যদের দেহাবশেষ প্রত্যার্পণ করা হবে বলে কুটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইয়েনহ্যাপ।
কুটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইয়েনহ্যাপের খবরে আরো বলা হয়, হাওয়াই-এর এক ফরেনসিক ল্যাব-এ প্রেরণের আগে সিউলের দক্ষিণে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওশান এয়ার বেজ নর্থ কামলা বিমান বন্দর থেকে ওই সব দেহাবশেষ বিমানে তোলা হবে।
গত মাসে সিঙ্গাপুরে তাদের ঐতিহাসিক শীর্ষ বৈঠকে ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সৈনিকদের দেহাবশেষ ফিরিয়ে দেয়ার ব্যাপারে কিম ও ট্রাম্পের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, খুব শিগগির তাদের স্বদেশে ফিরিয়ে আনা হবে। তবে প্রথম দফায় ৫০-৫৫ সৈনিকের দেহাবশেষগুলো যে ২৭ জুলাই প্রত্যার্পণ করা হবে এই মর্মে গণ মাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে তিনি কিছু বলেননি।
পেন্টাগণের সূত্রে জানা গেছে, কোরীয় যুদ্ধে ৩৫ হাজার আমেরিকান সেনা নিহত হন। কেবলমাত্র উত্তর কোরিয়ায়ই ৫৩০০ জনসহ নিহত সৈন্যদের মধ্যে এখনো ৭,৭০০ জন নিখোঁজ রয়েছে। আরাবিয়ান জার্নাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়