সুজন কৈরী : মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৩ দিনে ১০৫ কোটি টাকা সমমূল্যের বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। অভিযানকালে বিভিন্ন সময় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ৫১ জন।
জানা গেছে, গত ৩ মে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে র্যাবকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এরপর গত ৪ মে থেকেই র্যাব বিশেষ অভিযান শুরু করে।
র্যাব জানায়, গত ৪ মে থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত বুধবার পর্যন্ত ২ হাজার ৭৫১টি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৭২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাব। তাদের কাছ থেকে ৭ কেজি ৪৭৪ গ্রাম হেরোইন, ১৬ লাখ ৭ হাজার ৪৪২ পিস ইয়াবা, ১৭ হাজার ৯৬৭ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৫৮ কেজি ৭৫৮ গ্রাম গাঁজা, ৫ হাজার ৫৫০ বোতল বিদেশি মদ ও ৬ লাখ ২২ হাজার ৪০৮ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০৫ কোটি টাকা।
র্যাব আরো জানায়, ৪ মে থেকে গতকাল পর্যন্ত ৯০১টি মাদক বিরোধী মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ৭ হাজার ১৫৫ জন মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাহিনীটি। তাদের মধ্যে ৬ হাজার ৯২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে। আর ১ হাজার ৬৩ জনকে ৪১ লাখ ৫৪ হাজার ১২৫ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ৪ মে থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৫১ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ৩৯ জনই শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।