শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৩:৪২ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ১০ বছরে শিক্ষা খাতে ঘটেছে চোখে পরার মত পরিবর্তন

সাজিয়া আক্তার : গেল ১০ বছরে দেশে শিক্ষা খাতে পরিবর্তনটা চোখে পরার মত। এসময় মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা ৩৬ লাখ থেকে বেড়ে প্রায় ৫৬ লাখ হয়েছে। প্রাথমিকে ঝড়ে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৯ শতাংশ থেকে কমে হয়েছে প্রায় ১৯ শতাংশ। কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর অংশগ্রহন বেড়েছে ১৪ শতাংশ। বিনামূলে বই আর উপবৃত্তি বাড়ানোকেই এই সাফল্যের কারণ বলছে শিক্ষামন্ত্রী।

হবিগঞ্জের হাওর ঘেরা প্রত্যন্ত গ্রাম টঙ্গিঘাটের একটি স্কুল, যা বদলে যাবার এক উদাহরণ হয়ে আছে এই স্কুল। ২০০৮ সাল পর্যন্ত এখানকার স্কুলের শিক্ষার্থীরা ৫ম শ্রেণিও পার হতো না। কারণ দারিদ্র পীড়িত হাওর অঞ্চলের বাবা-মায়ের ধারনা ছিল শিশুর স্কুলে যাওয়ার চাইতে কৃষি কাজ করাটাই বরং বেশি লাভের।

এখন আর সেই দিন নেই, সরকারি নানা উদ্যোগের পর কয়েক বছরে শিশুরা স্কুলমুখী হয়েছে, সমাপনিতে বসেছে শতভাগ।

বিনা মূলে বই বিতরণ ও উপবৃত্তিসহ শিক্ষায় নানা সংস্থার দিয়ে আসা প্রণোদনা এখন ফল দিতে শুরু করেছে।

গেল ৯ বছরে দেশের দেড় হাজার গ্রামে নতুন স্কুল হয়েছে, মাধ্যমিকে বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা। আর নারী শিক্ষার্থীর হার বেড়ে দাঁড়িছে ৫৩ শতাংশ।

দেশে শিক্ষা খাতে অগ্রযাত্রার এই পালে আরো বেশি হাওয়া যোগাবে মিডডেমিল্ক।

শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ বলেন, উপবৃত্তি পায় ২ কোটি ৩ লক্ষ ছেলে মেয়ে, তার মধ্যে প্রাথমিক স্থরের ছেলে-মেয়ে ১ কোটি ৩ লক্ষ শিক্ষার্থীর মায়ের হাতে সরাসরি মোবাইলের মাধ্যমে যায়। ১৪ শতাংশ শিক্ষার্থী এর মধ্যে এর মধ্যে নিয়ে আসছি। আমাদের লক্ষ হচ্ছে ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ ছেলে- মেয়েকে আমরা কারিগরি বৃত্তিতে নিয়ে যাবো।

গত ১০ বছরের এমন শিক্ষাটা খাতে অগ্রগতির এমন চিত্রটা মানছেন শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরিও।

সূত্র : একাত্তর টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়