শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসুস্থতার কারণে বিলম্বিত হচ্ছে দাদা ভাইয়ের দেশে ফেরা

ডেস্ক রিপোর্ট: এখনই দেশে ফিরছেন না মহান স্বাধীনতা যুদ্ধের ‘নিউক্লিয়াস’খ্যাত সংগঠন বিএলএফ’র প্রতিষ্ঠাতা সংগঠক সিরাজুল আলম খান দাদা ভাই। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ২৬ জুলাই সিরাজুল আলম খানের দেশে ফেরার কথা ছিল।

অসুস্থতার কারণে দেশে আসা বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন সিরাজুল আলম খানের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম।

তিনি জানান, সিরাজুল ইসলাম খান যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনবার প্রাইভেট ক্লিনিকে পায়ের ব্যাথার চিকিৎসা করিয়েছেন।

গত ৭ জুলাই আকস্মিক মস্তিষ্কে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে সিরাজুল আলমকে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে ক্যাটস্ক্যানিংসহ রক্ত ও হার্টের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘণ্টা অবস্থানের পর চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রাম ও নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে যাবার আগে গত বছরের ১৭ আগস্ট হিপ সংক্রান্ত জটিল অপারেশনের পর এ বছরের ৫ মে তিনি ১৮ দিন ফলোআপ চিকিৎসা গ্রহণ করেন সাইপ্রাসের Near East University হাসপাতালে। সেখানে তার দুই হাঁটু ও দুই বাহুর চিকিৎসা করা হয়।

আগামী ২৬ জুলাই সিরাজুল আলম খানের দেশে ফেরার কথা ছিল। কিন্তু, নিউইয়র্ক এলমহার্স্ট হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে এখনই বড় ধরনের এবং দীর্ঘ আকাশবাহী বিমানযাত্রা পরবর্তী পরামর্শ না দেয়া পর্যন্ত স্থগিত করার কথা বলাতে সিরাজুল আলম খানের দেশে ফেরা বিলম্বিত হচ্ছে।

বর্তমানে তিনি নিউইয়র্কের বিশিষ্ট রাজনৈতিক ও কমিউনিটি নেতা শামসুদ্দিন আহমেদ শামীম আহমদের বাসায় অবস্থান করছেন।

সেখানে তিনি সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছেন এবং প্রতিনিয়ত এলমহার্স্ট হাসপাতালের চিকিৎসকদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

উল্লেখ্য, সিরাজুল আলম খান দাদা ভাইকে বাংলাদেশের রাজনীতির রহস্যপুরুষ বলা হয়ে থাকে। খবর: পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়