শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে পেরুর গ্রুপে খেললেই চ্যাম্পিয়ন হওয়া যায়!

স্পোর্টস ডেস্ক: পৃথিবী এখন এতো পরিমাণ এগিয়ে গেছে যে এখানে কুসংস্কারের বিন্দু পরিমাণ জায়গা নেই। তবে গ্রাম গঞ্জে এখনো বিভিন্ন জিনিস নিয়ে কুসংস্কার রয়েই গেছে। এটা এমন না যে খুব দ্রুতই পাল্টাবে, ধীরে ধীরে হয়তো একদিন বিলুপ্ত হয়ে যাবে কুসংস্কারের এই রীতি।
বিশ্বকাপ ট্রফি জিততে ভাগ্যের দরকার হয়, এটা নিন্দুকেরাও বিশ্বাস করেন। কিন্তু বিশ্বকাপ জয়ের জন্য পেরুর দিকেই তাকিয়ে থাকতে হয়েছে দলগুলোকে এটা কজনই বা বিশ্বাস করবেন?
একটু অবাক হওয়ারই কথা। আরো অবাক হবেন, যখন শুনবেন পেরুর কারণেই মূলত বিশ্বকাপ ট্রফি জয় লাভ করে দলগুলো তখন আকাশ থেকে পড়ার মত অবস্থা হওয়া স্বাভাবিক। কিন্তু এটাই হয়ে চলেছে বিশ্বকাপের ময়দানে।

এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপে খেলেছে পেরু। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, এই পাঁচবার তারা যেসব দলের বিপক্ষে খেলেছে তাদের ভেতর থেকেই চ্যাম্পিয়ন হয়েছে কোন না কোন দল।

ইতিহাসের দিকে তাকাই একটু। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে তিন গ্রুপে বিভক্ত হয়ে খেলেছিল দলগুলো। পেরুর গ্রুপে ছিল উরুগুয়ে ও রোমানিয়া। গ্রুপ পর্বে পেরুকে ১-০ ব্যবধানে হারিয়েছিল উরুগুয়ে। শেষ পর্যন্ত প্রথম বিশ্বকাপ ট্রফি ঠিকই জিতে নিয়েছিল উরুগুয়াইনরা।
পেরু তাদের দ্বিতীয় বিশ্বকাপ খেলে ৪০ বছর পর ১৯৭০ সালে। মেক্সিকোতে হওয়া সেই বিশ্বকাপে পশ্চিম জার্মানির সঙ্গে একই গ্রুপে ছিল পেরু। গ্রুপপর্বে এই জার্মানির কাছেই ৩-১ ব্যবধানে হারে তারা এবং ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিল পশ্চিম জার্মানি।

১৯৭৮ সালে পেরু তাদের ফুটবল ইতিহাসের তৃতীয় বিশ্বকাপটি খেলে। আর্জেন্টিনায় হওয়া এই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘বি’-তে আর্জেন্টিনার কাছে ৬-০ ব্যবধানে হেরেছিল তারা। ওই বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল মারিও কেম্পেসের আর্জেন্টিনা।

১৯৮২ সালে পেরু চতুর্থ বিশ্বকাপে ইতালির সঙ্গে একই গ্রুপে ছিল। গ্রুপ পর্বে ইতালির সঙ্গে ১-১ ব্যবধানে ড্রও করেছিল তারা। কিন্তু ওই বিশ্বকাপে ঠিকই চ্যাম্পিয়ন হয় ইতালি।

সর্বশেষ সংযোজন ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে খেলতে আসে লাতিন আমেরিকার দেশটি। ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছিল পেরু। গ্রুপ পর্বের ফ্রান্সের সঙ্গে ১-০ ব্যবধানে হেরেছিল পেরু। শেষ পর্যন্ত ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নই হয় ফ্রান্স।
নিশ্চয়ই এখন ফেবারিট দলগুলো চাইবে আগামী বিশ্বকাপে পেরু তাদের গ্রুপে পড়ুক। তবে তার আগে দরকার পেরুর বিশ্বকাপে খেলার সুযোগ করে নেওয়া। কিন্তু পেরু যে মিথ তৈরি করে দিয়ে ইতিহাস সৃষ্টি করলো সেটা অনন্তকাল ধরে টিকে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়