শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার ট্রাম্প-পুতিন বৈঠক

 

আনন্দ মোস্তফা, আসিফুজ্জামান পৃথিল: সোমবার ফিনল্যান্ডের রাজধানীতে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে দুই নেতার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

কবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন এই বৈঠক নিয়ে তিনি খুব বেশী আশাবাদী নন। ‘তবে তিনি সিবিএস নিউজকে এও বলেছেন এই বৈঠকে খারাপ কিছু হবেনা। এমনকি ভালো কিছুও বের হয়ে আসতে পারে। তিনি আরো জানিয়েছেন এই বৈঠকে তিনি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ১২ জন হ্যাকারের জড়িত থাকার বিষয়টি উত্থাপন করবেন। তবে তিনি তাদের যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ব্যপারে কিছু বলবেন না। এই ব্যপারে রাশিয়া শুরু থেকেই সকল অভিযোগ অস্বীকার করে আসছে। আর এই দুই দেশের মধ্যে কোনপ্রকার বন্দী বিনিময় চুক্তিও নেই।
এই বৈঠকের বিরুদ্ধে রোববার হেলসেঙ্কিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা সেখানে গণমাধ্যমের স্বাধীনতার দাবী জানান। এদিকে এই বৈঠককে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে ফিনল্যান্ডকে। দেশটিতে ছুটি বাতিল করে পুলিশ ও কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্যে ডেকে পাঠানো হয়েছে। ঐতিহাসিক এ বৈঠককেরেখে কড়া নিরাপত্তা ব্যবস্থাসহ কাজে যোগ দেয়ার জন্য ছুটিতে থাকা পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ডাকা হয়েছে।
কারণ, রুশ-মার্কিন প্রেসিডেন্টের এ বৈঠকের প্রতিবাদে জোরালো বিক্ষোভ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। যদিও এ সপ্তাহের গোড়ার দিকে লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভের ধারণা করা হলেও বাস্তবে তা হয়নি।
গত মাসের শেষের দিকে ঘোষণা করা ট্রাম্প-পুতিনের এ সম্মেলন হচ্ছে ফিনল্যান্ডের রাজধানীতে এ ধরনের সবচেয়ে বড় অনুষ্ঠান। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলিৎসিনের মধ্যে এ ধরনের বৈঠক হয়েছিল। বিবিসি, এএফপি

এদিকে ফিনল্যান্ডের অনেক নাগরিক এএফপি’কে জানিয়েছে, তাদের দেশে ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হতে যাওয়ায় তারা আনন্দিত। সোমবার সারা বিশ্বের নজর থাকবে তাদের এই বৈঠকের দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়